ভুলে যেও ............................................................... চেনা পথ সদা ডাক দিয়ে যায় মেঠোপথ,দূর্বাঘাস, কুয়াশার সুরে ইশারায় ভাসে তৃপ্তির জলরঙ যেমন ছিলাম সেটাই ভাল ছিল বলে । স্বপ্নে আমার অনিশ্চিত ভবিষ্যত ধূসর পৃথিবী ডান্ডাবেরি পড়ায়েছে মোরে আর কতটা সীমা পিপাসার বালুচরে প্রতারক আজ নিজেই প্রতারণার ফাঁদে । ভ্রান্ত পথে অনেক হেটেছি বেলা অবেলায় ক্ষমা করো, ভুলে যেও, মনে রেখে...... .....কিবা আর বলো হবে । ...................................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।