জীবন েযখােন েযমন
বন্ধুরা এক সময় আমাকে বলত
আরে যা যা বরিশালের খ্যাতার গাট্রি
কথাটা শুন তে বেশী ভাল লাগতনা
এটা ওটা কত কি উত্তর দিতাম
কিন্ত বাস্তবতা আসলে কি?
যাদের বাড়ি বরিশাে ল
যারা লঞ্চ ভ্রমন করেন তারা বুঝতে পারবন
আমি যখন বরিশালে যাই
লঞ্চ জার্নিটা আহাহাহা কি যে মজা !
ভাবতেই ভালো লাগে
বিশাল বড় সাইজের কেবিন
মনে হয় নিজের ঘর বাড়ি
শুয়ে শুয়ে টিবি দেখা
মনে হয় নিজের বেডে শুয়ে টিিভ দেখ ছি
কেবিন বয়দের আথিতেয়তা
মনে হয় মামার বাড়ির ছোট বেলার গল্প
না জানি কোন খানে বেড়াতে আসছি
আহাহা
যখন সন্ধার পরে কড়িডোরে বনে চায়ের কাপে মুখ রাখি
মনে হয় কোন জগতে আছি ভাবতেই ভালো লাগে
মনে হয় ঐ শালা বন্ধুদের বউ বা স্বামী শুদ্ধ
নিয়ে এসে দেখাই
বরিশালের লঞ্চ জার্নি কি খ্যাতার গাট্রি নাকি
ওদের বাসের মধ্যে সোজা হয়ে বসে থাকা
কারো গায়ে হাত লাগলে খবর আছে মার্কা জিনিষ
আর প্রকৃতির ডাক পড়লে তো খবর আছে...................
আবার আসিব ফিরে তোমাদের মাঝে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।