নাজমুল ইসলাম মকবুল
আমরা দেশর রাজনীতি
(সিলেটের আঞ্চলিক ভাষায় প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
হুইনছনিগো বুবাইজী, হুইনছনিগো চাছিজী
পেটনীতিতে ভইরা গেছে আমরা দেশর রাজনীতি। ।
ইলেকশনর সময় আইলে ধরইন আইনজা করি
মা বইন চাচা চাছী ডাকইন দুইহাত জোড়হাত করি
আগে বাড়ি সালাম করইন
আগে বাড়ি সালাম করইন দেখাইন প্রেম পিরিতী। ।
বুড়া মানুষ দেখলে গিয়া সামনে খাড়া অইয়া
ও চাছা ও চাছী আমার মাথা দেও আতাইয়া
মাথার মাঝে একটা ফুঁ দেও
মাথার মাঝে একটা ফুঁ দেও আমি আপনার জ্ঞাতী।
।
আপনারা মোর বাপ চাচা ভাই একটা ভোট দেও ভিক্ষা
পাশ করার পর তোমরারে ভাই দিমু উচিত শিক্ষা
লেই লাগাইয়া ডাকতে অইবো
লেই লাগাইয়া ডাকতে অইবো বুঝইয়া মতিগতি। ।
আতো পাওয়ো ধরইয়া আমি ভিক্ষা চাইমু ভোট
আন্ধাইর রাইতে বাটমু আমি টেকার লাম্পা লোট
কড়ায় গন্ডায় আদায় করমু
কড়ায় গন্ডায় আদায় করমু ছড়াইয়া ভয় ভীতি। ।
বাসা বাড়িত গিয়া যখন ধরবায় লাম্পা লাইন
হকল কিছু আদায় করমু নিতে আইলে সাইন
লাম্পা সালাম দিতে অইবো
লাম্পা সালাম দিতে অইবো এইতো রীতি নীতি। ।
সরকার থাকি যেতা পাইমু ভাগ বসাইমু আমি
ইলেকশনর খরছ তোলমু গাড়ি চড়মু দামী
চৌদ্দ গোস্টির উপায় করমু
চৌদ্দ গোস্টির উপায় করমু একবার যদি জিতি। ।
(গানটি গাইতে চাইলে সুরের জন্য লেখকের সাথে যোগাযোগ করতে পারেন ০১৭১৮৫০৮১২)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।