এক সময় চিন্তা করতাম বরো হয়ে একদিন রাজনীতিতে জরিয়ে পরবো। দেশের সকল মানুষে আসা আকাক্ষা পূরনের জন্য প্রণপন চেষ্টা চালিয়ে যাব! কিন্তু বর্তমানে আমাদের দেশর রাজনীতি সত্তিই আমাকে ভীষনভাবে অবাক করে দিয়েছে! কালকে রাস্তা দিয়ে হটছিলাম হটাৎ চোঁখে পরলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগের ছাত্রলীগ এবং ছাত্র শিবির এর যুদ্ধের কিছু ছবি! সকল ছবির মাঝে ১টা ছবি দেখে আমি ভিষনভাবে অবাক হয়েছি..পুলিশ একজন শিবিরের কর্মীকে হাত দিয়ে ধরে রেখেছে আর দু্ইজন ছাত্রলীগের নেতা দুই পাস থেকে বড়সর রামদা দিয়ে পায়ের দিকে কোপ মারতাছে! এমন কসাইমার্কা রাজনীতি মুখে থুথু মারি! দুই দলের মারামারি হানাহানি দেইখা নিজের দেশ ছাইরা পালাইবার মন চায়! আমার মনেহয় দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতির জন্য কমবেসি প্রধান দুইটি দলই দায়ী। এরা যদি দেশের জন্য রাজনীতি করত তাহলে শুধু দেশ এবং দেশের জনগনের কথায় ভাবতো। ভাবতো দেশের জনগনকে কিভাবে দারিদ্রতার অভিসাপ থেকে মুক্ত করা যাবে! ভাবতো কিভাবে গরিব অসহায় মানুষের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়া যায়। কিন্তু বর্তমানে আমরা যেসব রাজনৈতিক কর্মকান্ড দেখছি এতে আমরা দেশবাসি সত্তিই হতাশ, কোনভাবেই বিশ্বাস করতে পারছিনা যে তারা দেশের মানুষের জন্য তথা দেশের জন্য রাজণীতি করছে! তাই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন নতুন দল গঠন করা উচিৎ। যারা নিজেদের জন্য নয় শুধুমাএ দেশকে ভালবেসে দেশের মানুষের জন্য কিছু করতে চায় এমন মানুষ অবশ্যই রানৈতিক অঙ্গনে দরকার..যাদের টাকা-পয়সার কোন অভাব নেই, নেই কোন ক্ষমতার দাপট। স্বার্থহীনএমন কেউ রাজনীতিক অঙ্গনে আসলে দেশের মানুষ অবশ্যই তাকে সাদরে গ্রহন করবে বলে আমার বিশ্বাস । কোথায় আপনারা??? যারা হৃদয় দিয়ে দেশকে ভালবাসেন ! হাজার কোটি মানুষ আপনাদেরই পথচেয়ে অপেক্ষায় রয়েছে । আমরা তো এ দেশেরই সন্তান। সবাই কি ভূলে গেছি সেই ৭১ এর কথা? যুদ্ধ করে শত শত প্রাণদিয়ে যদি দেশকে বাচাতে পারি তাহলে দেশের এই সংকটে কেন এগিয়ে আসবনা?? দেশের মানুষের কথা ভেবে দেশপ্রেমী মানুষেরা এগিয়ে আসেন রাজনৈতিক অঙ্গনে! রক্ষাকরেন দেশ এবং দেশের মানুষদের এ রাক্ষসদের হাত থেকে.! আমরা সাধারন জনগন কি এতটাই অসহায়?শুধু ভোট দিব আর ৫বছর মুকবুজে সব সহ্য করে যাব? কখনই না!!! দেশটা কারও বাপ জম্ম দেয়নাই! তাই আমাদে অধিকার আমাদেকেই ছিনিয়ে নিতে হবে..! মাঝে মাঝে মনে হয় আমি যদি সেনাবাহিনীর প্রধান হতাম তাহলে ক্ষমতা ছিনিয়ে নিয়ে প্রধান দুইটি দল আওয়ামীলীগ ও বিএনপি কে নিষিদ্ধ দল হিসেবে ঘোসনা করতাম! গু এবং মুত দুইটাই খারাপ আমার মতে আওয়ামীলীগ হলো গু আর বিএনপি হলে মুত!! সেই সকল লোবহীন,স্বার্থহীন,ক্ষমতার কোন অপব্যবহার করবেনা এমন মানুষগুলোর রাজনৈতিক অঙ্গনে পা দিবে এমন কামনায় করি............ (সংযোজিত পোষ্ট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।