আমাদের কথা খুঁজে নিন

   

দেশর কথা ভেবে থাকলে প্রধানমন্ত্রী যা করতে পারতেন



আমরা আসলেই কি জানি বা বুঝেছি এই চুক্তির ফল কি? আমার প্রধানমন্ত্রী এটা কি করলেন ? ভারতীয়দের দেশপ্রেম আছে । ওরা দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে না । আমাদের নেতা/নেত্রীরা নিজের আখের গোছাতে ব্যস্ত । প্রধানমন্ত্রীর সফর আসলেই ছিল: অনুপ চেটিয়াদের ভারতে পাঠানোর ব্যবস্থা করা ভারতকে চট্টগ্রাম / মংলা বন্দর ব্যহারের অনুমতি দেওয়া । ট্রানজিট দেয়া ।

০১। বলেন তো চুক্তি অনুযায়ী ভারত ৩য় দেশে রপ্তানি/ আমদানি করতে পারবে । নেপাল /ভুটান তা পারবে না কেন ? এটার মানে কি ? ০২। আমার প্রধানমন্ত্রী এই চুক্তির আগে /সাথে এটা শর্ত করলো না কেন , যেমনঃ ----- টিপাইমুখে কোন বাধ দেয়া হবে না । ------- ভারত , বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে ঝামেলা করবে না ----- ভারত, সীমান্তে বাংলাদেশীদের গুলি ক রে মারবে না ।

----- ভারতের ৭ সিস্টারে যা লাগবে তা বাংলাদেশ দেবে (রপ্তানি করবে) । -- ফারাক্কার বাধ থাকবে না । ভারতের ৭ সিস্টারে বাংলাদেশের পন্য গেলে আমার প্রধানমন্ত্রীর সমস্যা কি ? তাহলে বানিজ্য ব্যবধান কমতো । তাই না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.