আমাদের কথা খুঁজে নিন

   

Personality ব্যক্তিত্বের বিকাশ (পূর্ব প্রকাশের পর)

যে অনেক কিছু করে সে ভুল করবেই-স্যামুয়েল জনসন [img]http://www.bdtoday.net/blog/bloggeruploadedimage/eque/1372949231.png[/img] [b][i][u]ব্যক্তিত্ব বিকাশের উপদান:--[/u][/i][/b] ইচ্ছাটাই প্রধান। জ্ঞান ছাড়া অনেক কিছুই অসম্ভব। প্রথমে আমাদের পেশাদারিত্ব অর্জন করতে হবে। মানসিকাতা বড় করতে হবে। অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে।

তাই ব্যক্তিত্ব বিকাশের পাঁচটি উপদান নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। [u][b]A. প্রথম উপাদান জ্ঞান:[/b][/u] জ্ঞান হচ্ছে ব্যক্তিত্বের প্রথম ও মূল উপাদান। যার মধ্যে জ্ঞান আছে তার মধ্যে ব্যক্তিত্ব অবশ্যই থাকবে। একারণে ব্যক্তিত্বকে সুন্দর করতে হলে জ্ঞানের সাধনা করা অপরিহার্য। জ্ঞান সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার আগে আমাদেরকে তথ্য সম্পর্কে জানতে হবে।

তথ্য হচ্ছে- উপাত্ত (ডাটা) প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে যে সুশৃঙ্খল ফলাফল পাওয়া যায় তা। আমরা জানি কহড়ষবফমব রং ঢ়ড়বিৎ. তাই সেই ক্ষমতাটির তাত্বিক ব্যাখ্যা হচ্ছে এই- ১.জ্ঞান হচ্ছে অনুধাবনের ফল বা তথ্য। ২.জ্ঞান হচ্ছে নিয়মতান্ত্রিক ও বস্তুভিত্তিক বিশ্লেষণপদ্ধতি। ৩.জ্ঞান হচ্ছে যুক্তিভিত্তিকভাবে আহরিত তথ্য ও তার ভিত্তিতে যুক্তিভিত্তিক সিদ্ধান্তগ্রহণের পদ্ধতি। আমরা জানলাম জ্ঞান মানে কি।

তাহলে এই সোনার হরিন জ্ঞান কিভাবে অর্জন করব তা নি¤œরুপ। [b]জ্ঞান অর্জন করার পদ্ধতিঃ-[/b] 1.দোয়া ও প্রার্থনা করে 2.অনুভব ও অনুমানের মাধ্যমে জ্ঞানার্জন করা যায় 3.চিন্তাশক্তি প্রয়োগ করে 4.অভিজ্ঞতা থেকে 5.অতিত থেকে 6.জ্ঞানীদের সাথে মিশে 7.মূর্ত জগতকে দেখে 8.মূর্ত এবং বিমূর্ত জগত সম্পর্কে চিন্তা গবেষণা করে 9.শুনে ও ভ্রমণ করে 10.বই পড়ে- -জীবনী (রাসূল সা:, হাসান আল-বান্না, ইমাম শামায়েল, আনোয়ার পাশা, ওসামা বিন লাদেন, হিটলার) -ধর্মীয় (কুরআন, হাদীস, বাইবেল, মহাভারত) -বিখ্যাত লেখকদের লেখা (ডঃ ইউসূফ আল কার্যাভি, সাইয়েদ কুতুব, ডাঃ জাকির নায়েক-----) -সাধারণ জ্ঞান সম্পর্কিত বই (আজকের বিশ্ব, কিশোর কন্ঠ----) -বিজ্ঞান ও শিক্ষামূলক সিরিজ (সাইমুম, ক্রুসেড, রিসালায়ে নূর) -টিভি দেখে (ডিসকভারি, পিস টিভি) -রেডিও শুনে (আমার, ফুর্তি) -পত্রিকা পড়ে (সব পত্রিকার শিক্ষা, বিজ্ঞান, আন্তর্জাতিক সাইডটি বেশি করে) 11.নেট সার্স করে -বিভিন্ন উপকারি পেইজ ফলো করে -বিভিন্ন ব্লগ পড়ে -বিভিন্ন অনলাইন পত্রিকা পড়ে 12.প্রশিক্ষণ নিয়ে 13.সমস্ত পেশার লোকদের সাথে মিশে -চলবে))))) সূত্র : - Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।