আমাদের কথা খুঁজে নিন

   

বিএসএফের ব্যবহারিক জ্ঞান দেখছে বিজিবি: মুখে কুলুপ দিয়েছে মমতা-মনমোহনরা

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা ভারতের এনডিটিভি প্রকাশিত বিএসএফ এর নির্যাতন চিত্র প্রকাশের ২ দিন পর তারা প্রকাশ্য উৎসাহে বিজিবির এক সদস্যকে তুলে নিয়ে গেল। ফেলানী কিংবা কোন এক ফাল্গুনিকে তুলে নিয়ে নির্যাতন সব্বোচ মৃত্যুদন্ড দিয়েও তারা ক্ষান্ত হয়নি এবার বাংলাদেশকে চুষে খেতে বসেছে। আমরা তাদের এই অবস্থা দেখে আঙ্গুল চোষতেছি। আমাদের কি কোন শক্তি নেই? মমতার মমতাহীনা আর বুদ্ধদেবের আশার বানীতে ভেসেছিল হাসিনা কিংবা খালেদা। আমাদের অবস্থার কোন পরিবর্তন আসছে না।

আজকের যে ঘটনা ঘটছে তা শেয়ার করলাম কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার পতাকা বৈঠক। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পতাকা বৈঠক শেষেও বিএসফের হাতে আটক বিজিবি সদস্যকে ফেরত দেয়নি ভারত। শুক্রবার সকালে বাংলাদেশ সীমান্তের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের দলকিয়া গ্রামে ভারতীয় মাদক চোরাকারবারী ও বিজিবি সদস্যদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিজিবি ছয় রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় নিহত হন ভারতীয় পেশাদার মাদক চোরাকারবারী শাহ আলম।

এ ঘটনায় ভারতীয়রা ধরে নিয়ে যায় বিজিবির হাবিলদার লুৎফুর রহমান। তাকে ফেরত নেয়ার জন্য বিএসএফ’র অধিনায়ক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিজিবি। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। সীমান্তের ২০৮৮ নং মেইন পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আক্তারুজ্জামান বীরপ্রতীক ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ২৯ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অফিসার এ. কে হমব্রম। এছাড়াও বিজিবির পক্ষে ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুপায়ন বড়ুয়া, মেজর ইশতেয়াক আহমেদ এবং বিএসএফ ২৯ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার অনীল কুমার, সিপাইজলা জেলার পুলিশ সুপার স্মৃতিরঞ্জন দাস অংশ নেন।

পতাকা বৈঠক শেষে ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আক্তারুজ্জামান বীরপ্রতীক সাংবাদিকদের জানান, কোনো সিদ্ধান্ত হয়নি। শনিবার এ নিয়ে আবারো পতাকা বৈঠক হবে। তিনি বৈঠকে আলোচনার বিষয়ে কথা বলতে রাজি হননি। ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেজর ইশতেয়াক আহমেদ জানান, শুক্রবার সকাল পৌনে সাতটায় বাংলাদেশ সীমান্তে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের দলকিয়া গ্রামে ভারতীয় পেশাদার মাদকব্যবসায়ী শাহ আলমের নেতৃত্বে বাংলাদেশে ফেনসিডিল পাচারের সময় বিজিবি বৌয়ারা বিওপির চার সদস্যের একটি টহল দল তাদের ধাওয়া করে। চোরাকারবারীরা এক কার্টন ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।

বিজিবি সদস্যরা ৫০ বোতল ফেনসিডিলসহ কার্টুনটি উদ্ধার করে ফিরে আসার সময় পেছন থেকে মাদক চোরাকারবারীরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। তারা বৌয়ারা বাজার বিওপির কমান্ডার হাবিলদার লুৎফুর রহমানের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ছয়রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ভারতের পশ্চিম ত্রিপুরার সিপাইজলা জেলার সোনামুড়া থানার তারাপুকুর গ্রামের আবতার আলীর ছেলে শাহ আলম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মাদকব্যবসায়ী ও তারাপুকুর গ্রামবাসী একত্রিত হয়ে বাংলাদেশ সীমান্ত থেকে হাবিলদার লুৎফর রহমানকে মারধর করে নিয়ে যায়। পরে বিএসএফ তাকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.