রাজশাহীর বাঘা মীরগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে দুই ভারতীয় নাগরিক আহত হয়েছেন। গতকাল রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুইজনই গরু ব্যবসায়ী। আহত দুই ভারতীয় নাগরিক হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার চক কালনারী গ্রামের এজাহার আলীর ছেলে আমিনুল (২২) ও জহির উদ্দিনের ছেলে আমরুল (২৭)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তারা বাঘার মীরগঞ্জ সীমান্ত দিয়ে দিবাগত রাতে নৌকায় করে ভারত থেকে গরু পার করছিলেন। এ সময় বিএসএফ তাদের নৌকা লক্ষ্য করে গুলি করে। এতে নৌকায় থাকা ৫ জনের মধ্যে আমরুল ও আমিনুল গুলিবিদ্ধ হন। তারা দ্রুত নৌকা নিয়ে পদ্মা পার হয়ে এপারে এলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, গতকাল রাত দেড়টার দিকে হাসপতালে ভর্তি হওয়ার সময় আহত দুইজন নিজেদের পরিচয় গোপন রেখে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুরের ঠিকানা দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।