তারা হলেন, আমিরুল ইসলাম (২৭) ও আমিনুল মোল্লা (২২)। তারা নিজেদের বাঘা উপজেলার মীরগঞ্জের চর কাগমারী গ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন।
তবে বিজিবি বলছে, ওই দুই যুবক ভারতীয়। তাদের ফেরত নেয়ার জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
সোমবার মধ্যরাতের দিকে গুলিবিদ্ধ হওয়ার পর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি ৩৭ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ওই দুই যুবক ভারত থেকে গরু নিয়ে ট্রলারে করে আসছিলেন।
“মধ্যরাতের দিকে ভারতের পিরোজপুর বাউথা এলাকা থেকে বাংলাদেশের মীরগঞ্জ এলাকায় প্রবেশ করলে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে কাগমারি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। ”
পরে তারা আহতবস্থায় মীরগঞ্জ বিট মালিক ইউপি সদস্য আব্দুর রহমান ও গরু ব্যবসায়ী আফজাল হোসেনের মাধ্যমে হাসপাতালে ভর্তি হন বলে জানান বিজিবি কর্মকর্তা।
তিনি জানান, ওই দুই যুবক ভারতের নাগরিক। তাদের বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাগমারি এলাকায়।
“তাদের ফেরত পাঠানোর জন্য বিজিবির পক্ষ থেকে কোম্পানি পর্যায় থেকে প্রতিবাদসহ বার্তা পাঠানো হয়েছে। সাড়া না দিলে ব্যাটালিয়ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে। ”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আমিরুল ও আমিনুল দাবি করেন তাদের বাড়ি বাংলাদেশে।
তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান জানিয়েছেন, চর কাগমারী এলাকা বাংলাদেশের মধ্যে নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।