আমাদের কথা খুঁজে নিন

   

সোনা চোররা বেপরোয়া

আমি একজন মানুষ। পুরুষ তো বটেই। এর চেয় বড় পরিচয় কি হত পারে। বেপরোয়া হয়ে উঠছে আলী বাবা চলিøশ চোরের এ যুগের সহযোগি দুর্ধর্ষ সোনা চোররা। ৬ মাস যেতে না যেতেই আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে রাজধানীর অভিজাত মার্কেট ও ফ্লাটে একের পর এক চুরির ঘটনা ঘটছে।

তছনছ করা হচ্ছে মূল্যবান সম্পদ। এদের হাত থেকে রÿা পাননি মিরপুরের সংরÿিত আসনের এমপি শাহিদা তারেক দীপ্তিও। তবে উদ্ধারের খাতা এক প্রকার শুন্য। যে কারণে রীতিমত ঘুম হারাম হচ্ছে ঢাকার স্বর্ণ ব্যবসায়ী ও গৃহিনীদের। এদের রুখবে কে? গত বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে পল্টন সুপার মার্কেটের নিচতলায় সানফ্লাওয়ার জুয়েলার্সে।

দোকান থেকে লুট হয় ১২শ’ ভরি স্বর্ণালঙ্কার। যার বাজার মুল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা বলে দাবী করেছেন জুয়েলার্স মালিক। পাশের দোকানের দেয়ালের ইট খুলে এ ঘটনা ঘটানো হয়েছে। এব্যাপারে পল্টন থানায় একটি মামলার পর পুলিশ মার্কেটের দুই নিরাপত্তাকর্মীকে আটক করেছে। দেখা গেছে, পল্টন থানার অদূরে পল্টন সুপার মার্কেট।

এ মার্কেটের নিচতলায় ৪৭-৪৮ নম্বরের দোকানেই সানফ্লাওয়ার জুয়েলার্স। আর পশ্চিমপাশের বাহার কসমেটিকস্ নামক দোকান ঢুকে চোরচক্র। সানফ্লাওয়ার ও বাহার কসমেটিকস্ এর মধ্যবর্তী দেয়াল ভেঙ্গে এ ঘটনা ঘটানো হয়। পুলিশের দাবী, পুরো মার্কেটে কোন ধরণের নিরাপত্তা ক্যামেরা না থাকায় চোরদের দ্রæত সনাক্ত করা সম্ভব হয়নি। সানফ্লাওয়ার জুয়েলার্সের কর্ণধার সত্যব্রত নাগ।

সত্যর ছেলে শুভ্র নাগ বলেন, বুধবার রাতে তারা দোকান বন্ধ করে বাসায় যান। বৃহস্পতিবার ছিল মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন। যে কারণে শুক্রবার সকালে এসে তারা দোকান খুলে দেখেন সাজানো স্বর্ণালংকারগুলো আরে নেই। দোকানে প্রায় ১২শ’ ভরি স্বর্ণ ছিল বলে দাবি তার। এর আগেও ২০০১ সালে ওই দোকানে প্রায় একই ধরণের চুরির ঘটনা ঘটেছিল।

দোকান থেকে ওই সময় ২৪শ‘ ভরি স্বর্ণ চুরি হয়েছিল। এ নিয়ে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডাকাতরা গ্রেফতার হলেও লুণ্ঠিত স্বর্ণ ফেরত পাননি বলে জানান শুভ্র নাগ। পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল হক জানান, পাশের বাহার কসমেটিকস্রে একটি ঝাপ খুলে দুই দোকানের মধ্যবর্তী দেয়ালের ইট খুলে সানফ্লাওয়ারের ঢুকেছে চোরচক্র। সানফ্লাওয়ারের স্বর্ণ লুট হলেও বাহার কসমেটিকসের কোন মালামাল খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। কারণ দেয়ালের অতি দুর্বল স্থান থেকে ইট খোলা হয়েছে। যা দুই দোকানের লোকজন ছাড়া অন্যদের জানার কথা নয়। ওসি শহিদুল হক বলেন, এ দুই দোকানে এমনকি দোতলা বিশিষ্ট পল্টন সুপার মার্কেটেই কোন সিসি ক্যামেরা নেই। মার্কেটে ছয়জন করে নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেছেন।

এ অবস্থায় কিভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দুই দোকানের কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। পুলিশের উপ-কমিশনার (মতিঝিল জোন) আনোয়ার হোসেন বলেন, পরিচিত ও জানাশোনা লোকজনই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনাস্থলের আলামত অনুসারে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এদিকে বুধবার রাতে মিরপুরের পলøবীতে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা কাকরাইলের কার ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাসায় গভীর রাতে ঢুকে ২৮ ভরি স্বর্ণালংকার লুট করে। এসময় অস্ত্রে মুখে জিম্মি করা হয় বাবা-মা সহ তাকে। পরে বাইরে থাকা ডাকাতরা বাঁশি বাজালে স্বর্ণালংকার লুট শেষে সবাই বের হয়ে যায়। এঘটনায় লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে যায়নি বলে জানিয়েছেন পলøবী থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা। এর আগে গত বছরের ১৯ জুন রাজধানীর নিউ ইস্কাটনের যশোর-১ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি আলী কদরের ছেলে একরামুল কদর বাবলুর বাসায় দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটে।

দিন-দুপুরে ৩’শ ভরি স্বর্ণ লুট করা হয় ওই বাসা থেকে। লুট হয় বনানী ইকবাল সেন্টারের একটি জুয়েলার্সে। পুলিশ ও র‌্যাব দুটি ঘটনায় ডাকাতদলকে গ্রেফতার করে। তবে, পুরো স্বর্ণ ফেরত পায়নি মালিকরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।