আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে আমি,এক ফেক আইডির সঙ্গে আমার দেড়ঘণ্টার অমর প্রেমগাথা ,একটি মেয়ের প্রোফাইল এবং কিছু কাহিনী

এখানে শুধু বাকরুদ্ধ দেয়াল,দেয়ালে তোমার আমার করুণ কৃতদাস,ছায়া,ছায়াশরীর-অশরীর একদিন সন্ধ্যার দিকে দেখলাম এক মেয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইছে । আমি মানুষটা খুব উদার,কেউ রিকুয়েস্ট দিলে সঙ্গে সঙ্গে একসেপ্ট করে ফেলি । আমি রিকুয়েস্ট একসেপ্ট করলাম । রিকুয়েস্ট একসেপ্ট করার সাথে সাথে নক । Hi kemon acho bondhu...? আমি মনে মনে বললাম "খাইছে আমারে ।

চিনলামই না কিন্তু বন্ধু হয়ে গেলাম !!" বুঝলাম ফেক আইডি। একটা মেয়ে কখনো একটা অপরিচিত ছেলেকে হুদাই বন্ধু বলে চ্যাট শুরু করে না । মেয়ের (!?) প্রোফাইলে একটা ঢু মারলাম । একটাই মাত্র প্রোপিক । প্রোপিক দেখেই টাস্কি খাইয়া গেলাম ।

'Love at first sight' টাইপ অবস্থা । একেবারে হুরপরী । কিন্তু মনীষীরা বলেছেন,"যার একটামাত্র প্রোফাইল পিকচার তাকে কখনো বিশ্বাস করো না" । আমিও বিশ্বাস করলাম না । ২+ ২ = ৪ ।

এইডা একটা পোলা । ভাবলাম একটু মজা নেয়া যাক । মজা নেয়া শুরু করলাম । ম্যাসেজের রিপ্লাই দিলাম : হ্যালো বেইবে,আমি একেবারেই ভালো নাই । তুমি কেমন আছো বেইবী ? মেসেজের রিপ্লাই আসলো ।

আমিও রিপ্লাই দিতে থাকলাম । ইনবক্সেই শুরু হয়ে গেল একটা ফেক আইডি আর একটা রিয়েল আইডি'র অমর প্রেম কাহিনী । আমাদের চ্যাটের মোটামুটি চুম্বক অংশ এইরকম -- : :ki korteso ? :গান শুনতেছি । "আমি একা,বড়ো একা,আমার আপন কেউ নেই । আশা নেই ভালোবাসাও নেই ।

" :gan ta nice bondhu :নাইস না । খুব কষ্টের । আমি খুব কষ্টে আছি । আমার যে কেউ নাই । এই পৃথিবীতে আমি একেবারেই একা !! : tumi eka na.ami achi to :কস্কি মমিন !!?!? :momin k bondhu? :সরি মমিন না,মোমেনা ।

:momena k ? ami kichu bujtesi na :মোমেনা তুমি । মোমেনা আদরের ডাক । ভালোবাসায় ডাক । আমি তোমাকে ভালোবেসে মোমেনা ডাকছি । : khub dusto :খাইছে আমারে !! :k khaise ? :না ইয়ে মানে ।

আমি আসলেই খুব দুষ্ট । মোমেনা তোমার সাথে এখন দুষ্টুমি করতে ইচ্ছা করতেছে । একটু দূষ্টুমি কি করা যায় না.. :Ha dustumi korbe..bondhui to bondhur sathe dustumi kore,tumio korbe..amar dustu friend আমি দুষ্টুমি শুরু করলাম । দেড়ঘন্টার মতো চ্যাট করলাম । এই দেড়ঘন্টার মধ্যে বন্ধু থেকে ভাব ভালোবাসা,বিয়ে,সংসার করে একাকার অবস্থা ।

একেবারেই হ এ হুলুস্থুল ব্যাপার স্যাপার । যাইহোক চ্যাট শেষ করার আগে তাকে বললাম... :যাইহোক,ভাইজান আপনার নাম টা কি একটু বলবেন প্লিজ ? :vaijan k? :শালা তুমি জানোনা ভাইজান কে? পোলা হইয়্যা মেয়ে সাজো কেন ব্রাদার ? হিজড়াদের দেখে হিংসা হয় ? হিজড়া সাজার শখ উঠছে । চ্যাট টাও তো মেয়েদের মতো হয় না । একটা মেয়ে চ্যাট করতেছে কিন্তু টেক্সটা হৈতেছে ছেলেদের মতো । মেয়েদের মতো চ্যাট শিখে তারপর রাস্তায় নামো ব্রাদার ।

যাউকগা,ভাইজান এই দেড়ঘন্টা চ্যাট করে খুব মজা পাইছি,তাই আনফ্রেন্ড করলাম । ব্লক মারলাম না । যাও বালু ভাইজ্যা মুড়ি খাও গিয়া অতঃপর পোলাটা উল্টা আমারেই ব্লক মারলো !! তবে পোলাটার সাথে চ্যাট করে আমি আসলেই মজা পাইছি । দেড়ঘন্টা হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে । •মেয়ের প্রোফাইলের কাহিনী • এক মেয়ের প্রোফাইলে about me তে লেখা,"দয়া করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর আগে একটি মেসেজ দিবেন কেন আপনি আমার ফ্রেন্ড হতে চান?" ।

দেখা যাক এরপরের কাহিনী কি রকম হতে পারে --- (সবই ইনবক্সে) কাহিনী ১ -আমি আপনার সাথে প্রেম করব তাই ফ্রেন্ড রিকুয়েস্ট দিলাম । একসেপ্ট করেন প্লিজ । - -এইটা কি ফ্রেন্ড রিকুয়েস্ট দিলেন নাকি আমাকে ইনডাইরেক্টলি প্রপোজ করলেন? -দুটোই -ফ্রেন্ড রিকুয়েস্ট করলাম কিন্তু প্রপোজ টা রিজেক্ট করলাম -ওকে ব্যাপার না । আমি আপনাকে চ্যাট করে পটিয়ে ফেলব ইনশাল্লাহ এরপর ছেলেটি লক্ষ্য করল তাকে আনফ্রেন্ড করা হয়েছে । ফলাফলঃ একটি ইনবক্সীয় ছ্যাকা ।

কাহিনী ২ -আপনার লেখা আমার খুব ভালো লাগে এইজন্যই আপনাকে এড দিলাম । এক্সেপ্ট প্লিজ -আমিতো কিছুই লিখি না । সকালে গুড মর্নিং,বিকালে গুড আফটার নুন আর রাতে গুড নাইট -আমার তো এইগুলাই ভালো লাগে । -সরি । শুধুমাত্র এই লেখাগুলোর জন্য আপনি আমার ফ্রেন্ড হতে চাইলে সরি।

কেমন ? - -শালী,হারামজাদী ,তোরে লাখ্খি মাইরা জাহান্নামে পাঠায়া দিমু. g...slang...slang ফলাফলঃ ব্লক । কাহিনী ৩ -আফা আপনি বিয়াফুক হুন্দুরী । আফনার হুন্দর হুন্দর ছবি দেখার লাইগ্যা আফনার ফ্রেন্ড হইতে মন চায় । - -গুগলে গিয়ে beautiful girl লিগে সার্চ দেন তাহলে অসংখ্য সুন্দর মেয়ের ছবি দেখতে পারবেন । আপনাকে কষ্ট করে ফেসবুকে লগিন দিয়ে আমার আইডি খুজে আমার পিক্স দেখতে হবে না ফলাফলঃ ফ্রেন্ড রিকুয়েস্ট রিজেক্ট ।

কাহিনী ৪ -আমি আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইনি । কিন্তু মেসেজ দিয়ে আপনাকে দয়া প্রদর্শন করলাম । আমি দয়ালু মানুষ -নো আনসার ফলাফলঃ কিছুই না কাহিনী ৫ -ঐ মাইয়া তোর খুব ভাব হইয়্যা গেছে যে তোরে এড দেওয়ার আগে মেসেজ দিতে হবে? তোর মতো মাইয়া রাস্তাঘাটে কতো ঘুরে বেড়ায় ঘুরেও তাকায় না আর তোরে এড দিতে হলে মেসেজ দেয়া লাগবে? তারপরেও তোরে এড দিলাম । এক্সেপ্ট না করলে এক্কেবারে কাইট্টা ফালামু ফলাফলঃ নগদে ব্লক বিঃদ্রঃ দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্নের মধ্যে একটা হলো কেউ যদি আপনার কাছে জানতে চায় আপনি কেনো তার বন্ধু হতে চান?এর উত্তর দেয়া মুশকিল । এর সম্ভাব্য উত্তর হতে পার-কোনো কারণ ছাড়াই অথবা ভালো লাগে তাই ।

কিন্তু এইগুলা আসলে কোনো উত্তর না !! (উপরের কাহিনী গুলা কাপ্লনিক । বাস্তবিক কারো ইনবক্সের কাহিনীর সাথে মিলে গেলে পোস্ট দাতাকে কোনোভাবেই দায়ী করা যাবে না । পোস্ট দাতা অতি ভালো ছেলে) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.