বল বীর! চির উন্নত মম শির!
একটা জাতি কতটা কাপুরুষ আর কতটা নির্লজ্জ হতে পারে তার চরম উদাহরনে বিশ্বে আমাদের ধারে কাছে কেউ নেই। শুধু বিএসএফ ই বারবার আমাদের এই কথাটা মনে করিয়ে দেয়। বিএসএফের বাড়াবাড়ি টাই এখন স্বাভাবিক। তারপরও হটাৎ হটাৎ চমকে উঠতে হয়, আচমকা প্রকাশ হয়ে যাওয়া ঘটনা আর ভিডিওগুলো মনকে কাদাঁয়, আপ্লুত করে। এই যেমন এনডিভির প্রচারিত ভিডিওটা দেখে চমকে ভাবি , যে লোকটাকে এইভাবে পশুর মতো করে বিবস্র করে নির্যাতন করা হচ্ছে আমি তার দেশেরই লোক।
সেই নির্যাতিত লোকটা দেশেই আমি বাস করি!!!
বাংলাদেশী মানুষটাকে করা এই নির্যাতনের দৃশ্য প্রকাশ করেছে এনডিটিভি। অসংখ্য ধন্যবাদ ওদের। মনুষত্ব যে এখনও আছে, বিবেকবোধ যে হারিয়ে যায়নি সেটা ওরা মনে করিয়ে দিল।
এই খানে ভিডিওটার লিংক : Click This Link
আরো কিছু ছবি :
বিএসএফের সীমান্ত হত্যা নতুন কিছু নয় । গত এক দশকে তারা প্রায় ৯০০ বাংলাদেশী সীমান্তে হত্যা করেছে।
এ সংক্রান্ত বিডিনিউজের একটা রিপোর্ট
Click This Link
জৈন্তপুরে বিএসএফের জায়গা দখল সেদিনের ঘটনা। গুলিকরে, মানুষ মেরে দখল করেছিল বাংলাদেশীদের চাষের জমি। প্রতিনিয়ত গুলি করছে নিরীহ বাংলাদেশীদের লক্ষ্য করে, মরছে মানুষ। হায় বিডিআর!!!
ছোট্ট মেয়ে ফেলানীকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল।
ফেলানিকে নিয়ে লেখা এইখানে : Click This Link
কতটা নির্লজ্জ আর কাপুরুষ জাতি হলে আমরা বিএসএফের অব্যাহত হত্যা আর নির্যাতন মুখ বুজে চেপে যাই।
আমাদের বোন নির্যাতিত হয়, খুন করে তাকে ঝুলিয়ে রাখা হয়, আমরা দু:খ পেয়ে স্টার প্লাসে বুদ হয়ে যাই। আমাদের দেশের নিরীহ অভাগা মানুষগুলো খুন হয় রক্তপিপাসুদের হাতে আমরা সেমিনারে দেশপ্রেমের বুলি আওড়াই।
কতটা দুর্ভাগা সীমান্ত এলাকার মানুষগুলো, ভাগ্যদোষে একটা কাপুরুষদের দেশে জন্মেছিল। ধিক।
একটা করে খুন হয় সীমান্তে , নির্যাতিত হয় নিরীহ মানুষ, আমাদের রাজনিতীবিদরা সতর্ক প্রতিক্রিয়া ব্যাক্ত করে, পাছে কে ক্ষেপে যায়।
ভারতের মিডিয়া এই নির্যাতনের খবর দেখায় আর আমাদের মিডিয়াগুলো অপেক্ষা করে, সতর্ক সিগন্যালে তার খুব ভাংগে, লজ্জা লজ্জা করে। এই গরিব মানুষগুলো নিজেদের রক্ষায় ট্যাক্স দিয়ে যাদের পালে সেই রাস্ট্রীয় বাহিনী নিশ্চুপ , ভোগবিলাস আর নিজেদের প্রাপ্তি হিসাবে ব্যাস্ত তারা। আমাদের বুদ্ধিজীবীরা দুএকটা সেমিনার করেন ,টকশোতে ঝড় তোলেন তারপর মেতে ওঠেন অন্যকোন আলোচনায়। মাথা বিক্রি করা কেউ কেউ গরু চোরের শাস্তি কি হওয়া উচিৎ সেটাও ইতি উতি বলার চেস্টা করেন। আর যার হাতে আমরা নিজেদের ভার তুলে দিয়েছে তার ব্যাস্ত দাদাদের চলার রাস্তা নির্মানে।
আমাদের বোন খুন হবে, তাকে ঝুলিয়ে রাখা হবে, আমাদের নিরীহ গরিব মানুষ খুব হবে নির্যাতিত হবে আর আমরা তাদের জন্য বুকের ভিতর দিয়ে বিনা পয়সায় যাতায়াতের রাস্তা করে দেব। আমরা ডুবে যাব তাদের রং ভরা চ্যানেলগুলোতে। সেই চ্যানেলেই নিজদেশের মানুষের নির্যাতনের দৃশ্য দেখে একটু চমকে যেয়ে চুকচুক করব, তারপর চলে যাব অন্য চ্যানেলের অন্য সিরিয়ালে।
থু:! ধিক্কার এই জন্মের।
জেগে উঠুক মানবতা।
জেগে উঠুক বিবেক। জেগে উঠুক দেশপ্রেম। জেগে ওঠ কাপুরুষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।