আমাদের কথা খুঁজে নিন

   

Freedom Writers - অসাধারণ এক শিক্ষকের গল্প (মুভি রিভিউ)

চাই মাতৃভূমির সমৃদ্ধি। শিক্ষক বাবা মায়ের পর সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যাক্তি। জাতি গড়ার মহান দায়িত্ব তাঁদের কাঁধে ন্যাস্ত। কিন্তু সব শিক্ষক কি পারেন এই মহান দায়িত্ব সঠিকভাবে পালন করতে? শিক্ষকতা নামের এই গুরু দায়িত্ব কি সবাই সমান ভাবে বহন করতে পারেন? কি করতে হয় একজন পূর্ণাঙ্গ শিক্ষক হতে গেলে?? একজন শিক্ষকের কতটুকু ক্ষমতা তাঁর শিক্ষার্থীদের, তাঁর সমাজকে প্রভাবিত করার? এই প্রশ্নগুলোর মোটামুটি যথার্থ উত্তর আপনি পাবেন Freedom Writers মুভিতে। একজন শিক্ষকের অবিস্মরণীয় শ্রম,ত্যাগ এবং কাজের প্রতি অসাধারণ দায়িত্ববোধ নিয়ে এই মুভি।

দেখতে পাবেন ছাত্র - ছাত্রীদের সাথে শিক্ষকের চমৎকার বোঝাপড়া, তাদের জন্য অপত্য ভালোবাসা। একজন অভিভাবক হিসাবে শিক্ষার্থীদের আগলে রাখা এবং একজন বন্ধু হিসেবে কাছে থাকা। মুভির মূল আকর্ষন দুঃসময়ে আশার আলো নিয়ে এগিয়ে আসা এক মহান শিক্ষক যিনি কিনা পাল্টে দিবেন শিক্ষার্থীদের প্রচলিত মুল্যবোধ, সাহায্য করবেন জীবনের মানে বুঝতে এবং সৃষ্টি করবেন সোনালী অক্ষরে লিখে রাখার মত কিছু ইতিহাস। আসুন দেখি কি আছে এই মুভিতে। Erin Gruwell (Hilary Swank) নতুন স্কুল টিচার।

তাঁর সারা জীবনের স্বপ্ন টিচার হওয়া। তো অনেক উৎসাহ নিয়ে প্রথম দিন স্কুলে ক্লাস নিতে এসে তাঁর মাথায় বাজ পড়ল!! তাঁর ছাত্র - ছাত্রীরা সব কঠিন জিনিস, ভয়ানক বর্ণবাদী!! নানান গোত্রে, বর্ণে ভাগ হয়ে আছে তারা। ক্লাসের ভিতরে তাদের নানান গ্রুপ, এক গ্রুপ সারাক্ষণ অন্য গ্রুপের সাথে লাগানোর জন্য এক পায়ে খাড়া হয়ে থাকে!! প্রথমদিনই তাঁকে সিকিউরিটি ডাকতে হলো ক্লাসে মারামারি থামানোর জন্য। এক কথায় এদের পড়ানো অসম্ভব!! কিন্তু এরকম অবস্থা কেন হবে?? আসলে তাঁর এই স্কুলটা (Woodrow Wilson High School) একসময় খুব ভাল স্কুল ছিল। কিন্তু ১৯৯২ সালের বর্ণবাদী দাঙ্গার পরে সরকার ইন্টিগ্রেশন পোগ্রামের আওতায় নানা বর্ণের এবং গোত্রের ছেলে মেয়েদের একসাথে স্কুলে পাঠানো বাধ্যতামূলক করে, যাতে তারা একসাথে মিশতে পারে এবং পরস্পরের মধ্যে ভাল একটা বোঝাপড়া গড়ে ওঠে।

কিন্তু জন্ম থেকে যারা বর্ণবাদের আগুনে পুড়ছে তাদের মাঝের সুপ্ত ঘৃণা কি এত সহজে নির্বাপিত হওয়ার? এই ছেলে মেয়েগুলো ছোট থেকে দেখেছে কিভাবে অন্য বর্ণের, জাতির মানুষ তাদের অপমান করেছে, নির্যাতন করেছে। দেখেছে নিজের আপন জনের মৃতদেহ। এরা কিভাবে পারবে এসব ভুলে মিশে যেতে?? এখানেই আমরা দেখতে পাব শিক্ষক Erin Gruwell এর ক্যারিশমাটিক শিক্ষকতা। তিনি তাঁর সমস্ত শক্তি নিয়ে নেমে পড়েন তাঁর শিক্ষার্থীদের মাঝ থেকে বর্ণবাদের বিষাক্ত প্রভাব সমূলে ধ্বংস করে দেয়ার মিশনে। তিনি কি সফল হবেন এই দুরূহ, আপাত দৃষ্টিতে অসম্ভব মিশনে সফল হতে?? প্রিয় পাঠক, এই প্রশ্নের উত্তর পেতে আপনাকে দেখতে হবে Freedom Writers মুভিটা।

শিক্ষক হিসাবে Erin Gruwell যে শুধুমাত্র ছাত্রদের মুখোমুখি হবেন তা নয়। তাঁকে মোকাবেলা করতে হবে ব্যাক্তিগত, সামাজিক এবং অ্যাকাডেমিক অনেক বাধা। নিঃসন্দেহে এই বাধাগুলো গুঁড়িয়ে দিয়ে একজন শিক্ষকের বুদ্ধিদীপ্ত এগিয়ে যাওয়া এই মুভিটাকে অনেকটাই সমৃদ্ধ করেছে। সঠিক লক্ষ্য, ডেডিকেশন, এবং মনের জোরে যে অনেক কিছুই করা সম্ভব তাও এই মুভির গুরুত্বপুর্ণ উপজীব্য। Erin Gruwell চরিত্রে অভিনয় করেছেন হিলারি সোয়াঙ্ক ।

২ বার শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার পাওয়া এই ভদ্রমহিলার পারফরমেন্স নিয়ে কিছু না বলাই ভাল। যদি বলতেই হয়, তাহলে এক কথায় চমৎকার!! তাঁর অভিনয় মুভিটিকে অনেকটাই টেনে নিয়েছে। সবশেষে একটা কথাঃ মানুষ কখনোই অমানুষ হয়ে জন্মায় না, তার পারিপার্শ্বিকতা তাকে অমানুষ হতে বাধ্য করে - এটা যেমন সত্যি কথা ঠিক তেমনি মানুষই পারে তার ভিতরের পশুত্বকে ধ্বংস করে খাঁটি মানুষ হতে, এটাও সত্যি কথা। প্রয়োজন শুধু খাঁটি মানুষ হবার সদিচ্ছা এবং সঠিক পথ খুঁজে বের করা। মুভিটি কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে বানানো।

সত্যিকারের ফ্রিডম রাইটারদের কথা জানতে পড়ুন এখানেঃ The Freedom Writers Diary IMDB রেটিং : 7.4/10 আমার রেটিং : 8/10 ডাউনলোড লিঙ্কঃ মিডিয়াফায়ার  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।