আমাদের কথা খুঁজে নিন

   

Land of freedom, USA, the ......

এফবিআই’র নিরযাতনে অবশেষে নিউরো সয়েন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গেছে । তার বিরুব্ধে অভিযোগ ছিল, তিনি তালেবানদের সহযোগী। তিনি আমেরিকান সৈন্যদের হত্যার চেষ্টা করেছিলেন এবং আল-কায়েদার মদদযোগী। বাগরাম জেলে তার ওপর চলছিল অমানবিক নির্যাতন। আফিয়া সিদ্দিকী গ্র্যাজুয়েসন করেছিলেন Massachusetts Institute of Technology, UK থেকে এবং PhD করেছিলেন Brandis University,US থেকে।

২০০৩সালে এফবিআই তাকে কিডন্যাপ করেছিল এবং তাকে নিয়ে যা্ওয়া হযেছিল আফগানিস্তানের বাগরাম জেলে । জেলে তাকে রাখা হয়েছিল পুরুষদের সাথে, যেখানে ছিল না আলাদা কোনো বাথরুমের ব্যবস্থা। অভিযোগ আছে, আমেরিকান বরবর সৈন্যরা তকে যত রকম উপায়ে সম্ভব নিরযাতন করে। দিনে তাকে কয়েকবার ধরষণ করা হতো। তাকে উলঙ্গ থাকতে বাধ্য করা হতো ।

যখন তার বিচার চলছিল কথন তার স্টেটমেন্ট জাজের উদ্দেশ্যে-‘‘আপনি তাদেরকে ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ করার, আমাকে উলঙ্গ করে সারচ করার। আমি তো সেদিনই মরে গেছি যেদিন আমাকে প্রথম ধর্ষণ করা হয়েছিল এই পাকিস্তানি বিজ্ঞানী যখন ইউএস প্রিজন সেলে ৮৬ বছরের কারাদন্ড ভোগ করছিরেন তখন তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং একই সময়ে তার বন্দী জীবদ্দশায় যৌন নিরযাতনের মাধ্যমে প্রেগন্যান্ট করার মারাত্বক অভিযোগ রয়েছে। তকে গ্রেফতার করার আগে এফবিআই তার বিরুব্ধে কিছু সাজানো নাটক সঞ্চস্থ করেছিল। তার ওপর যে অত্যাচার নিরযাতন হয়েছে, এর বিরুব্ধে প্রতিবাদের মাত্রা ছিল খুবেই নগণ্য। তাবৎ বিশ্বের মানবাধিকার সংগঠন গুলো ছিল ম্রিয়মান এবং অবিবেচক গণমাধ্যম ছিল প্রায় বোবার ভুমিকায়।

খোদ পাকিস্তানি সরকার তাকে কিডন্যাপ করতে এফবিআকে সহায়তা করেছিল। মূলপোষ্ট : ড.আফিয়া মরেনি, মরেছে বিশ্ববিবক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।