দুই ছেলের মাঝে ঝগড়া ঃ
১ম ছেলে ঃ সাহস থাকে তো গায়ে হাত দে।
চটাস শব্দ(২য় ছেলেটি প্রথম ছেলেটিকে চড় মারল)।
১ম ছেলে ঃ কি তুই আমার গায়ে হাত দিলি?
২য় ছেলে ঃ হ দিলাম। কি করবি তুই।
১ম ছেলে ঃ আরেকবার মার তো দেখি কত সাহস???
যথারিতি আরেকটি চটাস শব্দ।
২য় ছেলে ঃ কি করবি তুই।
১ম ছেলে ঃ আইজকা প্রথম দিন । তার উপরে মংগল বার। মঙ্গল বারে কারো গায়ে হাত তোলা ভাল না। যা তোরে মাফ করে দিলাম।
এই মুহুর্তে আমার রেফারেন্স মনে নেই, কেউ একজন বলেছেন, যাকে তোমার শাস্তি দেয়ার ক্ষমতা নেই তাকে মাফ করা ক্ষমাশীলতা নয় কাপুরুষতা। আমরা বাংলাদেশীরা প্রথম ছেলেটির মতই ক্ষমাশীল। আমাদের প্রতিটি দিনই মঙ্গল বার।
ইন্দিরা-মুজিব চুক্তি, ফারাক্কা, তিস্তা, টিপাইমুখ...................... আর বর্তমানে সীমান্তে ভারত আমাদের সাথে যা শুরু করেছে। তাতে আমরা কি করেছি? প্রত্যেকটি ঘটনার শেষে কিছুদিন শোরগল করে তারপরে আমাদের অক্ষমতাকে আমরা মেনে নিয়েছি।
তাহলে কি হবে এই চেঁচামেচি করে। তারচেয়ে আসুন প্রথম থেকেই আমরা সব মেনে নিই। মেনে নিই যে আমাদের সপ্তাহের প্রত্যেকটি দিনই মঙ্গল বার।
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CPDXmhZHP_8 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।