গ্যালারি কায়া
উত্তরার গ্যালারি কায়ায় চলছে শিল্পী গৌতম চক্রবর্তীর 'আমি' শীর্ষক প্রদর্শনী। গত ২৭ সেপ্টেম্বর বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মুর্তজা বশীর। ১১ অক্টোবর শেষ হবে এই প্রদর্শনী।
গ্যালারি চিত্রক
গ্যালারি চিত্রক এ চলছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনী। তেলরংয়ে অাঁকা শিল্পীর সাম্প্রতিককালের মাঝারি ও ছোট আকারের ২৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
গত ২৮ সেপ্টেম্বর বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। ১২ অক্টোবর শেষ হবে ১৫ দিনব্যাপী এই প্রদর্শনী।
বেঙ্গল গ্যালারি
এস এম সুলতানের অনাবিস্কৃত চিত্রকর্ম নিয়ে বেঙ্গল শিল্পালয়ে চলছে 'অদেখা সুষমা' শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। তিনসপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর ৮৬টি চিত্রকর্ম। চিত্রকর্মগুলো এতদিন সংরক্ষিত ছিল শিল্পীর বন্ধু যশোহর মাইকেল মধুসুদন দত্ত মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আবুল কাসেম জোয়ারদারের কাছে।
১১ অক্টোবর শেষ হবে তিন সপ্তাহব্যাপী এই প্রদর্শনী।
গ্যালারি টোয়েন্টি ওয়ান
ধানমণ্ডির গ্যালারি টোয়েন্টিওয়ানে চলছে শিল্পী শাহাবুদ্দিনের 'যোদ্ধা' শীর্ষক একক চিত্র প্রদর্শনী। তেলরঙে অাঁকা ২৯টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। এর মধ্যে তার নিজ হাতে অাঁকা রবীন্দ্রনাথ, মহাত্দা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থান পেয়েছে। ১১ অক্টোবর শেষ হবে ২২ দিনব্যাপী এই প্রদর্শনী।
বেঙ্গল আর্ট লাউঞ্জ
গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে নেদারল্যান্ডের শিল্পী ক্যারেল রিখটারের এর 'ইনভাইটেশন টু দ্য ড্যান্স'শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পীর প্রায় ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ৯ অক্টোবর শেষ হবে ১১ দিনব্যাপী এই প্রদর্শনী। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে এই প্রদর্শনীর উদ্বোধন করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূতগের্বেন শিয়োর্দ দ্য জং।
* মোস্তফা মতিহার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।