আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেফতারকৃত যুবক রিমান্ডে হাটহাজারীতে অপহৃত কলেজছাত্রী তিনদিন পর উদ্ধার

এখনো গেলনা আঁধার............... প্রতিনিধি আইএনবি চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী থেকে অপহৃতা কলেজছাত্রী উদ্ধার হয়েছে। অপহরণের তিনদিন পর গত মঙ্গলবার রাতে হাটহাজারীর বড়দিঘীর পাড় এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের উপর তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে এক সিএনজি চালকের সহায়তায় সে বাসায় ফিরে আসে। পরে অপহৃতা কলেজ ছাত্রীকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। গত ১৫ জানুয়ারী দুপুরে উপজেলার নাজিরহাট কলেজ থেকে বাড়ী ফেরার পথে কলেজ ছাত্রী (২২)কে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

অপহৃতা কলেজ ছাত্রীর মামা মো: মইনুদ্দিন জানায়, রাত সাড়ে নয়টার দিকে তার ভাগনী বাকরুদ্ধ অবস্থায় বাসায় ফিরে আসে। সে তিনদিন ধরে অভুক্ত ছিল বলে জানায়। তার ভাগনী জানায়, কলেজ থেকে ফেরার পথে তিন চারজন মুখোশধারী লোক তাকে জোর করে সিএনজিতে উঠিয়ে নেয় এবং তার চোখ মুখ বেধে ফেলে। পরে অনেকদুর যাওয়ার পর তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখে। সেখানে মুখোশধারী লোকদের সাথে একজন মহিলাও ছিল বলে সে জানায়।

হাটহাজারী সংবাদদাতা জানান, অপহৃতা কলেজ ছাত্রীর পক্ষ থেকে হাটহাজারী থানায় দায়েরকৃত অপহরণ মামলার (মামলা নং-১৬ তাং ১৫/০১/১২ইং) প্রধান আসামী শামসুল আলম জিসানকে গ্রেফতারের পর হাটহাজারী থানা পুলিশ আদালতের নিকট দশ দিনের রিমান্ড চাইলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার সেকেন্ড অফিসার এস আই লোকমান হোসেন। অপহৃতা কলেজ ছাত্রীর ভাসুর নজরুল ইসলাম জানান, তার ছোট ভাইয়ের স্ত্রীকে অপহরণের পর কে বা কারা ০১৫৫৭৭৯৭৭৪১, ০৩২৫৪১২৬৫ নাম্বার থেকে ফোন করে তাকে মামলা উঠিয়ে নিতে হুমকি দেয় এবং এনিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এছাড়া বিভিন্ন প্রভাবশালী মহল থেকেও মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে চাপ দেয়া হচ্ছে বলে তিনি সাংবাদিকদের নিকট অভিযোগ করেন। তিনি এ ব্যাপারে হাটহাজারী থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি র‌্যাব-৭ সদর দপ্তরে লিখিত অভিযোগ দেন। অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলেও পুলিশ এখনো অন্যান্য অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ সামিউল আলম জানান, প্রাথমিক ভাবে আমরা জেনেছি হাটহাজারী মার্কেটের এক ব্যবসায়রির সাথে ছাত্রীটির পরকিয়া প্রেমের সর্ম্পকের ঘটনায় জের ধরে অপহরণের ঘটনা ঘটেছে। মেয়েটির স্বামী বিদেশে রয়েছে। তবে অপহরণের মুল রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.