ঢাকা মহানগর বিএনপি নেতা ৫৬নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অপহরণ ও হত্যা মামলায় গ্রেফতারকৃত তার শাশুড়ী লিপি খাতুনের ১৬৪ ধারায় ঝিনাইদহ আদালতে জবানবন্দী গ্রহণ করা হয়েছে। র্যাবের কড়া নিরাপত্তায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার এর প্রথম আদালতে আজ ২টার দিকে এ জবানবন্দী গ্রহণ করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মো. হারুন জানান, শৈলকুপা থানায় দায়েরকৃত আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী রফিক হত্যা মামলা র্যাবে হস্তান্তরের পর মামলার অগ্রগতি হয়েছে। হত্যার মূল হোতা তার শাশুড়ি লিপিসহ ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী থানা জাসদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মোহব্বত, চাকরিচ্যুত পুলিশের হাবিলদার ফজলুর রহমান ও কুষ্টিয়ার চর বারইখালী গ্রামের মিজানুর রহমান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিএনপি নেতা রফিকুল শ্বশুর বাড়ি শৈলকুপার আনন্দ নগর গ্রাম থেকে অপহৃত হয়। পরদিন কুষ্টিয়ার কুমারখালী থানার আদাবাড়ি গ্রামের মাঠে তার লাশ পাওয়া যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।