আমাদের কথা খুঁজে নিন

   

মোবারক হো সরকার বাহাদুর

কিছুতে কেন যে মন লাগে না... ভোটগ্রহণ চলছে । ভোটের এই সময়টায় টেনশন হবারই কথা । আমার অবশ্য টেনশনের কিছুই নেই । কারন আমি জানি সব ভোটই নৌকা মার্কায় পড়ছে । দলে দলে লোক ভোট দিতে আসছে ।

সবার মুখে একটাই শ্লোগান 'নৌকা' 'নৌকা' । তাদের নেতৃত্ব দিচ্ছে হেফাজতে ইসলামের নেতারা । নৌকার জোয়ার এসে গেছে । বিরোধী দল মুখ কাঁচুমাচু করে ওই কোনায় দাঁড়িয়ে আছে । ওদের আর কিচ্ছু করার নেই ।

আরে আমার পক্ষে হেফাজতে ইসলামী পার্টি আছে না ! কাদের মোল্লা, আল্লামা সাঈদী একটু আগে এসে আগাম জয়ের শুভেচ্ছা জানিয়ে গেছে । খেলাফত আন্দোলনের নেতারাও এলেন বলে । কিন্তু অধ্যাপক গোলাম আযমের এতো দেরী হচ্ছে কেন ? তার দোয়া যে এই মুহুর্তে খুব প্রয়োজন । "বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ- মানিনা, মানবো না", "মিডিয়ার কন্ঠরোধ- চলবে না, চলবে না"... আহ্ আবার সেই অর্বাচীন ছোঁড়াগুলো হৈ হল্লা শুরু করেছে ? এদের জ্বালায় দেখছি দুপুরে আয়েস করে স্বপ্নও দেখা যাবে না । ইস্ এতো সুন্দর স্বপ্নটাকে এভাবে ভেঙে দিলো ? নাহ্ , আর কয়েকটা ব্লগারকে দেখছি গ্রেপ্তার না করলেই নয় ।

!? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.