আমার খুব কষ্ট হয়, যখন RAJAKAR বানানটা বাংলা বর্ণমালায় লিখা হয়। এটা বর্ণমালার জন্য অপমান। একচিলতে আলো আসছে কোথাও থেকে। অসাবধানে পুঁতে রাখা একটি পেরেক ভীড়ের ভেতর স্ফীতবক্ষা কোন ধনকুবেরীর মত নিঃসঙ্গ এবং যৌনাবেদনময়ী ঠেঁসে আছে সিন্দবাদের ভূত- চোখের পাপড়ি জুড়ে কেরোসিন কাঠের গুঁড়ো সাজানো গাছের ভেতর মৃতপ্রায় ফুলের আহাজারি। অতঃপর, কায়াস্রোতহীন রক্তে বাসা বেঁধেছে সত্যবাদী টিকটিকি; মাছের মত চোখ মেলে চোখের ভেতর একচিলতে আলো আর গাঢ় নীল ঠোঁট-চুম্বনের দূরত্বে সার বেঁধে থাকা পেরেকের নিষেধাজ্ঞা- পৃথিবীতে মানুষ থাকে। কফিনে মানুষ থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।