আমরা যারা অনেকেই মোবাইল থেকে ফেসবুক চালাই, তাদের ম্যাক্সিমাম এর ই ফোনে টাকা না থাকলেও মেগা বাইট কিন্তু ঠিক ই থাকে। অনেকে অনেক চিপ রেটে নেট উইস করে থাকি। তাই মেগা বাইট মোটামুটি থেকেই যায়।
আর এখন টাংকি মারার সবচেয়ে বড় ফান্দ হচ্ছে এয়ারটেল এর অপারেটর হওয়া। হ্যাঁ আপনি যদি এয়ারটেল অপারেটর হয়ে থাকেন, তাহলে এই টিউন টি বিশেষ ভাবে আপনার জন্য লিখছি।
এখন আপনি চাইলেই আপনার এয়ারটেল থেকে ফ্রী এসএমএস পাঁঠাতে পারবেন আপনার জান পাখি অর বজ্জাৎ টিয়া পাখী রে
যে ভাবে ফ্রী এসএমএস এর জন্য রেজিস্ট্রেশান করবেনঃ
ক) প্রথমে Click This Link এ প্রবেশ করুন।
খ) লগিন হলে দেখুন Create Profile এর পার্শ্বে Click Here অপশন আছে। এখানে প্রবেশ করুন।
গ) এখানে আপনার অ্যাক্টিভ এয়ারটেল নাম্বার অর্থাৎ ১৬৭******* এই টাইপ নাম্বার প্রবেশ করান।
ঘ) Submit Button এ ক্লিক করুন।
ঙ) এখন আপনার এয়ারটেল নাম্বার এ একটা এসএমএস চলে আসবে। Password & Activation Code সহ।
ভুলেও এই Activation Code টি কারো সাথে শেয়ার করবেন না।
চ) এবার রেজিস্ট্রেশান বক্স এর ইনফো গুলো পুরন করুন।
Activation Code: অ্যাক্টিভেশন কোড দিন।
Password: ৬ ডিজিটের একটা পাসওয়ার্ড দিন।
ছ) রেজিস্ট্রেশান ফুলফিল হলে আপনাকে একটা কনফারমেশন মেসেজ দিবে।
জ) এবার আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।
আপনার কাজ শেষ !! এবার নতুন করে Login করতে বলবে। login করে নিন।
আর সারাদিন ইচ্ছামত ফ্রী এসএমএস পাঠান ইন্টারনেট থেকে।
[ আপনার সিম কার্ডে যদি মেয়াদ নাও থাকে, তাও আপনি ফ্রী এসএমএস পাঁঠাতে পারবেন। এক কথায় অপরিমিত (Unlimited) মজা ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।