আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিভার সন্ধানে এয়ারটেল

দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে এয়ারটেল রাইজিং স্টারস। এ বছর সারা দেশ থেকে ১২ জন তরুণ ফুটবলারকে বাছাই করা হবে। তারপর এক সপ্তাহের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে যুক্তরাষ্ট্রের ওল্ড ট্র্যাফোর্ডে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। গত বছর থেকে শুরু হয়েছে এয়ারটেল রাইজিং স্টারস।

প্রশিক্ষণ প্রাপ্ত ১২ তরুণের মধ্যে ৫ জন ঢাকা আবাহনীর যুব দলে খেলার সুযোগও পেয়েছে। প্রথমবার সাফল্যের সঙ্গে শেষ করায় এবার দ্বিতীয়বারের মতো উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লি.। গতকাল ঢাকার ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার ঘোষণা দেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ডেনিস আরউইন এবং বাংলাদেশে এয়ারটেলের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট। ১৯৯০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা আরউইন বলেন, 'বাংলাদেশে এয়ারটেল রাইজিং স্টারসের আগের উদ্যোগটি সফল হওয়ায় আমরা উৎসাহবোধ করছি। এই প্রতিযোগিতার মাধ্যমে বেশ কিছু তরুণ প্রতিভাবান ফুটবলারের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমাদের।

এবার আমরা আরও প্রতিভাবানদের সঙ্গে কাজ করার আশা করছি। এটি বাংলাদেশে একটি আকর্ষণীয় উদ্যোগ। প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারাটা আমাদের জন্যও একটা বিরটা সুযোগ। ' ক্রিস টবিট বলেন, 'এয়ারটেলের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে আমরা আগের বছর ১২জন তরুণ খেলোয়াড়কে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে গিয়ে সেখানে প্রশিক্ষণের সুযোগ করে দিতে পেরেছি।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.