আমাদের কথা খুঁজে নিন

   

হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার

ডা: শাহরিয়ারের পোষ্ট এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন। ডাক্তারের কাছে আসা ৯৫ ভাগ রোগীদের ইচ্ছে থাকে ব্লাড প্রেশারটা মাপিয়ে নেবার, রোগীর প্রেশারের সমস্যা থাক বা না থাক। প্রেশারের কম বা বেশী হওয়া নিয়েও প্রশ্ন থাকে সব চেয়ে বেশী। এ ব্যাপারে বলছি, প্রথমে গড় ব্লাড প্রেশার কিভাবে বের করবেন – রক্ত চাপ বুঝাতে সাধরনত ১২০/৯০ এভাবে বুঝানো হয়। এখানে ১২০ বা উপরের অংশ সিস্টোলিক ( যখন হার্ট সংকুচিত হয় বা পাম্প করে ) এবং ৯০ বা নীচের অংশ ডয়াস্টলিক ( যখন হার্ট প্রসারিত হয় বা রক্ত গ্রহন করে )।

@ প্রতিবার ব্লাড প্রেশার মাপার সময় ১ মিনিট বিরতি দিয়ে ২ বার মাপতে হবে @ প্রতিদিন ব্লাড প্রেশার ২ বার মাপতে হবে ( সকালে ও সন্ধ্যায় ) @ এভাবে ৪ থেকে ৭ দিন ব্লাড প্রেশার মাপতে এবং লিখে রাখতে হবে। প্রথম দিনের হিসাব বাদ দিয়ে বাকি দিনগুলির গড় বের করতে হবে, এই গড়টিই হবে আপনার গড় ব্লাড প্রেশার। ১ম ষ্টেজ হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার যদি আপনার ব্লাড প্রেশার ডাক্তারের কাছে ১৪০/৯০ বা তার বেশী থাকে এবং যদি আপনার গড় ব্লাড প্রেশার ১৩৫/৮৫ বা তার বেশী থাকে তবে আপনার ১ম ষ্টেজ ( প্রাথমিক ) হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আছে। ২য় ষ্টেজ হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার যদি আপনার ব্লাড প্রেশার ডাক্তারের কাছে ১৬০/১০০ বা তার বেশী থাকে এবং যদি আপনার গড় ব্লাড প্রেশার ১৫০/৯৫ বা তার বেশী থাকে তবে আপনার ২য় ষ্টেজ ( মধ্যম ) হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আছে। ৩য় ষ্টেজ হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার যদি আপনার ব্লাড প্রেশার ডাক্তারের কাছে উপরের অংশ বা সিস্টোলিক ১৮০ বা তার বেশী থাকে অথবা যদি নীচের অংশ ডয়াস্টলিক ১১০ বা তার বেশী থাকে তবে আপনার ৩য় ষ্টেজ ( উচ্চ ) হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আছে।

এ পরিমাপটি ইউরোপিয় পদ্ধতি (NICE clinical guideline), আমরা সাধারনত এই পরিমাপ অনুসারে চিকিৎসা দেই। এছাড়া আমেরিকান একটি guideline ও আছে। আগামি পর্বে আমেরিকান guideline এবং হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার চিকিৎসা সম্পর্কে জানাবো। সবাইকে অনেক ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।