আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠি যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের মাঝে উচ্চরক্তচাপ (হাইপারটেনশন), ওজন বৃদ্ধি ও মোটা হয়ে যাওয়া সমস্যাটি বিষয়ক গবেষণা।আসেন একটু গবেষনা কর------

সাধারন একজন লোক, চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী। জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এটা নতুন একটা পোস্ট আকারে দিতে পারেনঃ প্রিয় ব্লগার আমরা যারা ব্লগে লিখি তারা সবাই শিক্ষিত জনগোষ্ঠির প্রতিনিধিত্ব করি বলেই আমার বিশ্বাস। অন্য অনেকের সাথে ব্লগারদের পার্থক্য অবশ্যই তাদের সচেতনততায়। সচেতনতার প্রেক্ষাপট যেমন দেশপ্রেমে- দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিতে, সাহিত্যে, মানবতায় তেমনি স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও ব্লগারদের সচেতনতা রয়েছে বলে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসকে ভিত্তি করে আসুন আমরা একটি গুরুত্বপূর্ন বিষয়ে বাংলাদেশের শিক্ষিত্ত জনগোষ্ঠি যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের মাঝে উচ্চরক্তচাপ (হাইপারটেনশন), ওজন বৃদ্ধি ও মোটা হয়ে যাওয়া সমস্যাটির সম্পর্ক ও এই বিষয়ে সচেতনতা নিয়ে একটি ব্লগ ভিত্তিক জরিপ পরিচালনা করি। জরিপের ফলাফল আমাদের শিক্ষিত জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে একটি সমক্য ধারণা দেবে যা হয়ত ভবিষ্যতে হেলথ পলিসি রিফরমুলেশনে সাহায্য করবে। এই বিষয়ে আপনাকে যা করতে হবে- আপনি নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। Age- Sex- Height- Weight- Waist circumference- Daily intake of meal (what is the source of fat in the meal, vegetable oil or animal source)- Frequency of taking western style diet (Fast Food and Drinks)- Smoking habit- Exercise habit- এভাবে সবাই মিলে একটি জরিপ পরিচালনায় অংশগ্রহন করলে আশা করা যায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতামুলক কর্মকান্ডে ব্লগারদের অংশগ্রহনের মধ্য দিয়ে ব্লগের ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ইতিবাচক দিককে তুলে ধরতে পারবে। সবার সহায়তা কামনা করছি। ধন্যবাদ! Aim- Identify the pattern of weight gain, obesity and hypertension among the bloggers in Somewherein. Methods: We need to know answer of the following questions. Age- Sex- Height- Weight- Waist circumference- Daily intake of meal (what is the source of fat in the meal, vegetable oil or animal source).- Frequency of taking western style diet (Fast Food and Drinks)- Smoking habit- Exercise habit- Expected outcome: Hope to get some idea about the obesity prevalence among the literate people from Bangladeshi community. If we get sufficient data, it might be a good publication. Time consuming process, but possible. Suggestions are always welcome to furnish the study design. Probably written consent and Medical Research Council of Bangladesh ethical clearance is required. We may go further after getting the blogger's feedback.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.