থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
মূল খবর http://www.prothom-alo.com/detail/news/217309
..
..
..
বিয়ে করেছেন ক্লোজ আপ তারকা রন্টি
[ কপি-পেস্ট ফরম পরথুম আলু ]
লুকাইয়া বিয়া সার্সেন ক্লোজ আপ ওয়ান-খ্যাত কণ্ঠশিল্পী রন্টি দাশ।
উনার প্রথম এই স্বামীর নাম গোলাম মোহাম্মদ আবেদ। উনার মত ইনারও বাড়ি চট্টগ্রামে।
বর বাবাজি এখনো ছাত্রত্ব ঘুচাতে পারেন নাই।
এই মূহুর্তে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন আবেদ। পাশাপাশি ব্যবসা করছেন।
পরথুম আলু অনলাইনকে রন্টি জানিয়েছেন যে, উনার স্বামীর সাথে অনেক আগেই থেকেই উনি পরিচিত ছিলেন। পরে রন্টি বিখ্যাত গায়িকা হবার পরে আবেদ সাহেব উনাকে পোরোপজ কইরা বস্লে উনি "যাঃ দুষ্ট" বলে সেই প্রোপোজালকে "কবুল" বলেন।
এরপরে কিছু মেলামেশা করার পরে রন্টি আবেদকে বলে যে তোমার বাচ্চা এখন আমার পেটে! এই কথা শুইন্যা আবেদ সাহেব পাঁচ-ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন, দাড়ি-টাড়ি রাইখ্যা কি এক অবস্থা।
পরে গেল বছরের ৭ আগস্ট গোপনে মহেশখালি কাজি অফিসে বিয়া কইর্যা পাশের মন্দিরে গিয়া জপ করেন। পরে কক্সবাজারে হানিমুন সাইরা চট্টগ্রামে ফিরেন। কিন্তু চট্টগ্রামে কাউকেই কিছু জানান নাই।
এরপরে যখন আবেদ সাহেব জানতে পারেন যে রন্টি তাকে বুকা বানাইসে, তখন আর কিছুই করার নাই। তাই বাধ্য হইয়া এখন রন্টির পিছে পিছে ঘুরা ছাড়া আর কুনু উপায় পাইতেছেন না!
আবেদ সাহেব ভয়ে ভয়ে ক্যামেরার সামনে দাড়াইসেন, উনারে সবাই একটু দুয়া কইরা দিয়েন।
বেচারা ফাইস্যা গেছে মাইনকার চিপায়!
খেয়াল রাখবেন, ওয়ালিমা আসিতেছে ... সম্পূর্ণ রঙিন। তবে অতদিন পর্যন্ত বিবাহ টিকলে হয়। এ কি আর সালমা বেবী নাকি যে ১৮-মাইনাস বয়সে মা হইয়া যাইবো? এর নাম রন্টি -- হু হু বাবা, খাসা মাল এক খান!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।