শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আমার বুকে মুখ লুকাইয়া অন্য কারো জন্য তুমি কাঁন্দো আজ বুইজাছি আমায় লইয়া কি পিরিতের ঘর বুকে বান্ধ ! এমন দৃশ্য দেখার আগে মরন ছিল ভাল নাও কেড়ে বিধি আমার দুই নয়নের আলো ! আমার সকল সুখের দুয়ার হইয়া গেছে বন্ধ! আজ বুইজাছি আমায় লইয়া কি পিরিতের ঘর বুকে বান্ধ ! এত কষ্ট নিরব ব্যাথা যায়না মুখে বলা ! তুষ আগুনে দিবা-রাতি ধিকি-ধিকি জ্বলা বোকার মত তোমার প্রেমে ছিলাম আমি অন্ধ আজ বুইজাছি আমায় লইয়া কি পিরিতের ঘর বুকে বান্ধ ইতি তোমার ভালবাসার ভিখারী ফেরারী মামুন খাঁন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।