আমাদের কথা খুঁজে নিন

   

হিয়ার ভিতর কিয়া লুকাইয়া আছে আমি জানি! হে বাঈদানী ঐশ্বরী .......

আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/

১. রাজাকার হয়ে গেলাম! কিভাবে? আমি না হয় তোমাদের চক্ষের ধুলো কিন্তু আমার পিতা কিভাবে রাজাকার হইলো?! তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে কি দাঁড়ায় যেই তোমাদের মতের বিপক্ষে কিছু কইবো সে তো রাজাকার হয়ে যাবে, সাথে তার বাপ ভাই ও? এই সবের অনেক প্রতিবাদ করে ছিলাম। একোন দেখি যেইটা আবালের মুখ সেটাই .....! এর আগে ঘাস-ফনদি রাজাকারের লিষ্ট বানাইছিলো, তকনো একটা পুষ্ট দিছিলাম শুদ্ধ ভাষা আর একোন দিলাম চলিত বাংলা ভাষায়! কারন ভাষার মাস তো তাই।

যদি ও আমি রাজাকার কি করুম? কবর থেইকা রফিক জাব্বারের উইঠা তো কয় নাই তুমি রাজাকার হইয়া গেছো যদি ও তুমার বাপ ভাই মুক্তিযোদ্ধ। সেই জন্য আর কি। তয় এক দিন আমাদের ব্লগীয় মুক্তিসেনানী (এস্কিমো) আমারে প্রশ্ন করে ছিলেন > কেউ আপনারে রাজাকার কইলে আপনার লাগে কেন? যদি রাজাকার না হোন। গাইল ও দিবেন আবার জিগাইবেন লাগে কেন! সে রকম আর কি নেত্রী হরতাল দিছে দেশের উন্নতি তরিত হওনের লাইগা। তখন কইছিলাম বাপ ভাইয়ের জন্য ...........।

২. অনেকেই দেখি ইসলাম গ্রুপের বিরুদ্ধীতার জন্য বিরুদ্ধীতায় লিপ্ত ! ইসলাম বিদ্বেষী হইলে ব্লগীয় মুক্তিযুদ্ধা হওন যাইবো সে ধরনের কারবার যারা খুইলা বইছেন........., আপনারা ও জাইনা রাখুন আমি একই জাতের মানুষ তবে অন্ধ বদির নই! বাদ্যের তাল বুঝি, হিয়ার তলে কিয়া লুকাইয়া আছে আমি জানি। অতএব যে সত্যের গান গাইবো আমি তার বাইদ্য বাজামু। সে যে গ্রুপের আর মতেরই হোক না কেন। আমার কিছুই আসে যায় না। আমার জানামতে আমি আজ পর্যন্ত ইসলাম গ্রুপের কোন ব্লগার কে দেখি নাই অন্য গ্রুপের সমালোচনা করতে! অথচ আপনারই আবার বলেন আমার জামাতীদের বিরুধীতা করিতেছি, ইসলামের না! এখানে জামাতী ইসলাম আইলো কিভাবে? আর যদি আপনারা ইসলাম বিরুধী না হোন তাহলে এত গ্রুপের বাজার দিলেন অথচ এই বিষয়ের গ্রুপ না খুইলা?! ৩. আজ থেকে বহুদিন আগে মায় আমারে কইলো বাবা তুই কি হইতি চাস? অনেক ক্ষণ চুপ ছিলাম, তারপরে আমি কইলাম মা আমি কি হইলে তুমি খুশি হইবা? তখন মা কইলো তুই ডাঃ হ ।

গরীব মানুষের জন্য কিছু করতে পারবি। কিন্তু আমার যে ডাক্তারি পাক্তিরী হওন ভালা লাগে না আমি কি করুম? মা আবার মায়াবী সুরে জিগাইলো তোর কি ইচ্ছা ক??? নিশ্চুপ ছিলাম .......... (অনেক ক্ষণ), আমার নদী আমার কূল ভাঙিতে ছিলো বোবা কান্নায়......... তখন আমি যে আমার বাহিরের কেউ নই সে দিন বুঝে ছিলাম! সে মাটির মমতা, সে দৃষ্টির সীমানার দু'চোখ, জয়ে উম্মাদ জীবনানন্দের ভেতরের প্রেম। নদীর জল আর সবুজের প্রেমে পড়ে ছিলাম সে বয়সে, ভেতর থেকে ভয়ে ভয়ে বললাম অথচ কোন শব্দ ......... ছিলো না ভয়ে, না জানি মা রাগ করে। হঠাৎ ........মা মা মা আমি বাউল..........। মা নিশ্চুপ ছিলেন , ........................................................................................................................................................................... আর আজ আমি কিছুই না! সোনার বাংলার স্বপ্নে বুদ হয়ে "সোনার বাংলা" নামে ব্লগাই।

বাংলার প্রেমের প্রেমিক হয়ে এই জগতে আইসা হয়ে গেলাম (চাটুকার রস বাঈদানীদের চক্ষে) রাজাকার,মন্ত্রী রাজাকার! ভাষার মাস ভালোবেসে তাই কিছু কইলাম না........। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি..........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।