আমাদের কথা খুঁজে নিন

   

গেমিং হাউজ(পর্ব-৫) Moto GP 13 (PC/2013)

মোটোজিপি ১৩ একটি বাইক রেসিং গেম যা নির্মান করেছে "মাইলস্টোন" এবং প্রকাশ করেছে "PQube" । এটি ২০১৩ সালের ২১শে জুন রিলিজ হয়। এটির হ্যান্ডেলিং অনেক চমৎকার খেললেই আপনারা তা বুঝতে পারবেন।

এর ডেমো জুন মাসের ১২ তারিখে রিলিজ হওয়ার কথা থাকলেও তা প্রকাশ করা হয় ১৬ তারিখে। প্লেস্টেশন ৩ এর ও ১২ তারিখে রিলিজ হওয়ার কথা থাকে কিন্তু রিলিজ হয় ১৯ তারিখে এটি তেমন বিশেষ কোনো গেম না ছোট একটি মোটামুটি গেম তাই এর সম্পর্কে অত বিস্তারিত লেখাও সম্ভব নয়! এটি আপনি সিঙ্গেল প্লেয়ার,মাল্টিপ্লেয়ার এবং মাল্টিপ্লেয়ার অনলাইনে খেলতে পারবেন এটি মুক্তি পেয়েছে উইন্ডোজ,প্লেস্টেশন ভিটা,প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ এর জন্য। এটিকে একটি সিমুলেটর ও বলা যেতে পারে! এখানে Grand Prix, World Championship, Career এবং Time attack ভিন্ন ভিন্ন মোড রয়েছে।
এখানে আপনি প্র্যাক্টিস ও করতে পারবেন এখানে আপনাকে পয়েন্ট সংগ্রহ করতে হবে। আপনার জন্য রয়েছে এখানে ৪০ জিপি লেভেল।আমার সব গুলো পার করা শেষ। তেমন একটা কঠিন গেম নয় এটি

নির্মাতাঃ
মাইলস্টোন
প্রকাশকঃ
PQube
ধরনঃ
মটরসাইকেল রেসিং সিমুলেটর
মোডঃ
সিঙ্গেল,মাল্টি,মাল্টি অনলাইন
প্ল্যাটফর্মঃ
পিসি,পিএস৩,পিএসভিটা,এক্সবক্স৩৬০
* Operating System: Windows XP / Windows Vista / Windows 7 * Processor: Intel Dual Core @ 2.4 GHz or higher * Memory: 1 GB of RAM (2 GB for Vista & Win 7) * Graphics Card: 512 MB (Nvidia GeForce 7900) Pixel Shader 3.0 * Hard Disk: 14 GB free disk space * Sound Card DirectX® compatible * DirectX® 9.0
OS: Windows®XP™ SP2, Windows®Vista™, Windows®7, Windows®8 Processor: Intel™ Core 2 Duo / AMD™ Athlon 64 X2 or higher. Memory: 4 GB RAM Hard Disk Space: 7 GB HD space Video Card: NVIDIA® GeForce™ 9000 series or higher, AMD® Radeon™ HD4000 series or higher (it must be able to manage Pixel Shader 3.0) with at least 1GB of display memory. Additional: Broadband Internet connection
স্ক্রীনশটসঃ











http://kickass.to/motogp13-reloaded-t7536076.html
আমার চেইন টিউন এর আগের পর্ব গুলো চাইলে দেখে আসুনঃ

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।