আমাদের কথা খুঁজে নিন

   

আপনি জানেন কি? ১/ পৃথিবীর কোনো মানুষই তার জিহ্বা দিয়ে সবগুলো দাত ছুতে পারে না।

আপনি জানেন কি? ১/ পৃথিবীর কোনো মানুষই তার জিহ্বা দিয়ে সবগুলো দাত ছুতে পারে না। ২/ আপনি নিশ্চই গাধার মতো ব্যাপারটা পরীক্ষা করে দেখছেন। ৪/ অবশেষে দেখতে পেলেন যে আসলে কথাটা মিথ্যা। ৫/ আপনার মুখে বোধ হয় একটা মুচকি হাসি দেখা গেল। ৫/ আমি বাজি ধরে বলতে পারি,আপনি খেয়াল করেন নাই আমি যে নম্বর ৩/ স্কিপ করেছি।

৬/ কি চেক করে দেখলেন যে আসলেই সত্যি, তাইনা? ৭/ কিন্তু আবারো আপনি দেখেননি যে আমি নম্বর ৬/ ও স্কিপ করেছি। ৮/ এবারো বোকা হলেন। আসলে নম্বর ৬/ কিন্তু আছে। ৯/ আমি আবারো বাজি ধরলাম, নম্বর ৫/ যে দুইবার দেওয়া হয়েছে তাও আপনি দেখেননি। ১০/ আশাকরি মুখের হাসিটা আবারো ফিরে আসছে।

১১/ আসলে পুরো ব্যাপারটাই 'চিলে কান নিয়ে গেছে' র মতো। যা করতে বললাম, আপনি না বুঝেই তাই তাই করলেন। এই হলেন আপনি। । ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.