থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। মূল সংবাদ http://www.amardeshonline.com/pages/details/2012/01/16/127180 আমাদের বর্তমান সরকার অনেক পরিবর্তন এনেছেন আমাদের জাতীয়, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে। এর আগে প্রধানমন্ত্রীর ছেলে প্রধান সেনাপতির এডিসি হয়েছিলেন, সেই কাহিনী আমরা জানি। প্রধানমন্ত্রীর সেই ছেলেকে ব্রিটেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মিলিটারি একাডেমি থেকে পড়িয়ে আনা হয়েছিল। এরপরে, তৎকালীন বিডিআর-এর এক মহাপরিচালক তার ছেলেকে তার এডিসি হিসাবে নিয়োগ দিয়েছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যতবারই দেশ চালাবার সুযোগ পেয়েছেন, কোনো গেজেট ছাড়াই তাঁর বিদেশে প্রবাসী এবং বিদেশিনী শাদী করা ছেলেকে তাঁর উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন। বলাই বাহুল্য এই সব উপদেষ্টারা মন্ত্রী পদ মর্যাদার, এবং আপ্নারা জানেন তাঁরা কি-ই না করতে পারেন! এইবারে এইসব পথ অনুসরন করে এক মন্ত্রী তার নিজের ছেলেকেই নিয়োগ করলেন তার এপিএস হিসাবে। একজন এপিএস তো মন্ত্রীর কাছে অনেকটা উপদেষ্টা-র মতই, তাই না? পরবর্তিতে যদি বিএনপি ক্ষমতায় আসে, এবং আমাদের দেশের ১৯৯১ সালের পর থেকে তাই হয়ে আসছে, তা হলে কোন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে প্রধানমন্ত্রীর কোন ছেলের নিয়োগ পাওয়াটা খুব আশ্চর্যজনক হবে না। আসুন, সোনার বাঙলা গড়ার নামে এই সব চোরদের চুরি করার সুযোগ করে দেই, আর অশেষ সোয়াব কামাই করি। সুম্মামিন!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।