লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কংবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। বিশ্ব সংগীত জগতকে কাপিয়ে দাওয়ার সঠিক সময় উপস্থিত। তাই হতাশাগ্রস্থ আকাইম্যা- ভাদাইম্যা গিটারিস্ট + বেস গিটারিস্ট + ড্রামার + বাঁশী+ তবলা+কী- বোর্ড+ ভায়োলিন ও অন্যান্য বাদ্যযন্ত্রে পটু ভাই ও বোনরা একটু সাড়া দেন, শুনি কে কি পারেন, দেখি বিশ্ব কাঁপিয়ে দাওয়ার মতো কিসু করার সম্ভাবনা জাগে নাকি কিছু শর্ত - ১)আকাইম্যা হইতে হইবে ২)বাজানোর ক্ষেত্রে বেশী পটু হওয়া চলবে না ৩)ঘরের খাইয়া বনের মহিষ তাড়ানোর মনোভাব থাকিতে হইবেক ৪)নেশা করার অভ্যাস থাকা চলিবে না ৫) আমাকে রাখিতেই হইবেক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।