আমাদের কথা খুঁজে নিন

   

সোনা (GOLD) এর দাম এত হওয়ার কারণ কি ?

মাটি সোনা (GOLD) এর দাম এত হওয়ার কারণ কি ? কোনো কাজেই লাগে না । না খাওয়া যায়, না যন্ত্রপাতি বানানো যায়। গহনার জন্য এখন এখন অনেক অল্টারনেটিভ মেটাল দিয়ে অনেক সুন্দর গহনা বানানো যায় । ব্যাপরটা কি এমন না যে সবাই একটা আনকমন কিন্তু প্রয়োজন ও নাই এমন জিনিসের জন্য প্রতিযোগিতা করে এর মূল্য বাড়ায়ে দিয়েছে ? ধরেন একটা ঘরের মেঝে তে দুই পাশে দুই টা হামাগুড়ি দেয়া বাচ্চা কে রেখে মাঝখানে একটা কাগজ দলা পাকায়ে রেখে দিলেন । দুই টা বাচ্চাই কাগজের দলা(বল) টা কে দেখল। একটা বাচ্চা ঐটা ভালো করে দেখার জন্য একটু আগাতেই দ্বিতীয় বাচ্চাটাও আগানো শুরু করলো । একটু পরে দ্রুত আগানো শুরু করলো ওই কাগজের দলা তাকে অধিকারে নেয়ার জন্য - একটা বাচ্চা ঐটা পেল আরেক বাচ্চা না পেয়ে কান্না - আসলে কি কাগজের দলা বা বল টার কোনো মূল্য আছে ? নাকি ওদের প্রতিযোগিতার কারণেই একটা জিনিসের দাম অহেতুক বেড়ে গেছে ওদের কাছে। আমার মনে হয় গোল্ড ও আমাদের বড়দের জন্য ওই কাগজের ডলার মত জিনিস - আপনাদের কি মনে হয় ?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।