কাছাকাছি৯৬ আমার কি ছিল যে হারাইছে বলি
যা আছে তা তোমার থেকে লীজ
একদিন ডেকে বলিলে নে খেলনা বাটি
সেই থেকে আমি খেলতে আছি।
কখনো খেলা চোখের জলে
কখনো খেলা বানের জলে
কখনো ভাসাও হাসির বানে
চলছে খেলা তোমার পায়ে পায়ে।
আমার কেবল বেলা বয়ে যায়
তোমার চম্পক রথ বেগে ধায়
সকালের ফল অকালে রোপন
পাকা ফলে ধরে পঁচন।
দেখ কত কাফেলা তোমার আশিস মাগে
কত জন তোমার পথ ধরতে চাহে
কত জনের পথ চলা হয়েছে সাঙ্গ
তবু যেন কেউ হয়না আশা ভঙ্গ।
তোমার দানে কত জনে হয়েছে মহাজন
নিজ হস্তে কেউ কেড়ে নেয় পরের ধন
তারা কেউ থাকে আইনে কেউ আসামী
সবারি উপরে করুনা সমান তোমার স্বামী।
ঝঞ্জা বাদলে যেমন তোমারি পথ চাহি
অন্ধ রাতেও তেমন সুর্যোদয়ের স্বপ্ন দেখি
আশায় ভাসি তুমি দিবেই দেখা আসি
স্নিগ্ধ প্রভাত আলোয় হাসবে জগত প্রানের হাসি।
এমনই অকৃতজ্ঞ আমি মুখে পেঁচার হাসি
যেন ভরেও ভরায় না মন চৌরাশিয়ার বাঁশি,
এত এত দান যায় কি বৃথা মহান
এক শিল্পী ব্যর্থ হলে অন্য শিল্পী ধরে হাল।
তবু এত স্বার্থপর আমি সব নিজের নিজের করি
তোমার দান আমি আত্মস্ব করি সাধু সাঁজি
আসেপাশের সকল কিছু পেঁচিয়ে ধরে
অক্টোপাস হয়ে বলি সমস্যা আমার চারিধারি।
স্বার্থের ছলনা আর প্রেরনা অশেষ
সেই সারথি হয়েছে তোমারে করেছে রথ
তাই বন্ধু হয়ো না ভগ্নরথ
চালাইতে হবে পা যতক্ষন হয় না শেষ পথ।
পথের কি আর আছে শেষ
যেদিন তুমি ফেরত চাইবে খেলনা অন্তে
সেই দিন ভেঙ্গে দিতে হবে খেলা
নতুন পথের সুচনা মোর পথের শেষ প্রান্তে।
যদি কখনো অজান্তে ব্যথা পেয়ে থাক বন্ধু
যদি কোন পালক পরে ভেঙ্গে দেয় জলের ধ্যান
আমাকে ক্ষমা করে দিও ভুলে যেও অভিমান
একদিন চলে যাব আমি হলে আহ্বান।
চলে যাব তাতে কি যতদিন আছি
গেয়ে যাই জীবনের গান
বছর ঘুরে ঘুরে অভিজ্ঞতার সন্ধান
সঞ্চয় যা কিছু সব তোমারই দান।
বারে বারে তোমারে তাই করি বরন
নতুন আশায় বুক বাঁধি
তুমি নিশ্চই দিবে নতুন বছর
সোনার ফসল রাশি রাশি।
এস বন্ধু সকল ধরি মোরা হাতে হাত
গানে প্রানে কাজে পোহাই রাত
নতুনেরে বরে নিই নতুন করে
আসছে বছর কল্যানেরই হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।