নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
আমি সুর্যের কাছে সুর্য চেয়ে অনেক করেছি দেনা
আলোর কাছে আলো চেয়েছি,
আলো আলো চেনে না
মেঘ কে ডাকি মেঘলা আকাশ, মেঘকে ডেকেছি কবি
আকাশ নিজেকে আকাশ জানেনি মুছে গেছে জলছবি
আমি কৃষ্ণ কালোয় কালি চেয়ে অনেক করেছি দেনা
কালো চোখ কাজল বাজারে
কিনেও হয়নি কেনা
সুরকে ডাকি সাধক সুরেলা, সুর গাঁথেনি গীতি
গানের ভেতর গান চেয়ে ফিরি, ভুল হয় প্রেম প্রীতি
আমি দয়ালের কাছে দয়া ভিখ চেয়ে সাগরে ভাসাই ফেনা
দয়াল নিজেই নিজেকে জানেনা
অচিনই অচিন চেনায়
--
১৪ সেপ্টেম্বর ২০১০
গান / ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।