নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।
সুর্য বেচারা পৃথিবী সহ সব গ্রহ উপগ্রহকে আলো বিলিয়ে যায় তবুও হাজার কোটি বছর ধরে সে একলা নিজ কক্ষপথে...কেউ তার কাছে কিনারে যায় না কারন গেলেই জ্বলে পুড়ে ধ্বংস হতে হবে আর এমন আত্যঘাতী সিদ্ধান্তের কথা কেউ দৈবক্রমেও কল্পনা করতে পারে না। তাই চারপাশে স্বার্থান্ধ অনেকে ঘুড়লেও সুর্য আজও একলা ।
বেচারা তাও স্বপ্ন দেখে , একদিন কেউ একজন আসবে ফায়ারপ্রুফ , যে সুর্যের উষ্ণ আলিঙ্গনেও টিকে থাকবে অক্ষত ভাবে । মিলেমিশে তারা একই কক্ষপথে অসীম সময় ধরে ঘুড়বে ।
বাই দ্যা ওয়ে সুর্যের একটা প্রতিশব্দ " আফতাব " । এই খুশিতে একটা অপ্রাসাঙ্গিক নিরপেক্ষ নিউরন কাব্য হয়ে যাক তাহলে ? :p
" সূর্যকে আমি ফ্রিজে ঢুকাবো ,
চাঁদকে দিবো ঘুসি
মেঘের ভেলায় আগুন দিবো
যদি তুমি হও খুশি "
12:03 PM
৯ পৌষ , ১৪২০ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।