আমাদের কথা খুঁজে নিন

   

Qubee tower নাকি Banglalion indoor?? ( ওয়াই ফাই ওলা মডেম কিনতে মুঞ্চায়)

অতি বালছাল টাইপ লিখা । পড়ে ব্রেক্ত হলে লেখক ই একমাত্র দায়ি আধুনিক যুগ , বাংলাদেশে লেগেছে wimax এর হাতছানি , ডাক এ সাড়া না দিলে কি হয়?? অনেকদিন Qubee ব্যবহার করে দেখলাম । limited ইউজার বলে ফাপড় ( f.u.p) এর পাল্লায় কখন ও পড়া হয় নি , অন্যান্য মোবাইল নেট এর চাইতে ভালো হলে ও বলা হলে ও , কথায় আছে - " বস্তে দিলে শুতে চায়" , সুতরাং ২০ kb , কখন ও ৩০ kb , আবার কখন ও ১০ kb speed পছন্দ হল না । নভেম্বর এ টাকা ভরে ৩ জিবি এর প্যাক কে ৫ জিবি করে ফেললাম , তখন কিছু টা ভালো লাগলো । December এ student দের জন্য ১০ জিবি @ ৫০০ টাকা অফার টা না নেয়ার আফসুস টা এক্ষণ ও আছে । হঠাৎ এক বন্ধুর dolancer নামক রোগে আক্রান্ত হলে তার মডেম তাকে ই দিয়ে দেয়া লাগলো ( পাগলা মাগ্না আর কত্ত খাবি!!! ) , অতিসত্বর একটা মডেম কেনা দরকার । ল্যাপটপ এবং wi-fi enable মোবাইল - দুটো টেই এক সাথে নেট চালাতে চাচ্ছি , নেট ঘেঁটে দেখলাম qubee এর ৫ হাজারি tower modem , আর বাংলালায়ন এর সাড়ে তিন হাজারি indoor modem - দুই টা দিয়ে এই কাজ করা যাবে , ল্যাপটপ কে “ connectify” অথবা “ virtual router” নামক সফট। দিয়ে “ওয়াই ফাই রুটার” করা গেলে ও , system টা আমার কাছে অত টা পছন্দ না , কেননা ল্যাপটপ টা অনেক কম ই চালানো হয় । একদিকে qubee laptop fair , অপর দিকে international trade fair , তাড়াতাড়ি বলেন , কোনটা কিনবো??!! অন্য কোনো option থাকলে plzz একটু শেয়ার করবেন N . B.- Qubee নিলে “২৫৬ kbps , ৩ জিবি প্যাক” @ ৫০০ টাকা , আর banglalion নিলে safari 4.5 ( 512 kbps , 4.5 gb @ 650 tk ) নিতে আগ্রহী সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।