আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি ও পাহাড় -২

কিছু দেশ দেখার সুযোগ হয়েছে এই জীবনে। ভ্রমণ আমার ভাল লাগে্‌ তাই সবার মাঝে তা জানাতে চাই। সবার উপরে ভালোবাসি বাংলাদেশ । ধন্যবাদ শোভন শামস পাহাড় চূড়ার শীর্ষে গিয়ে সোনা রোদ মাখিয়ে নিয়ে মেঘের ঘোমটা সরিয়ে ফেলে দূরে সাগর – দেখা মেলে। মেঘের ছায়া পাহাড় কোলে কত ছবি ফুটিয়ে তোলে আলো মেঘের মাতা মাতি মনোরম সে দৃশ্য অতি।

দূর পাহাড়ে বৃষ্টি হলে মেঘ মালা সব নেমে এলে রংধনু রঙ ছড়িয়ে পরে আকাশ থেকে আলো ঝরে। ক্রমাগত বদলে চলে আলো ছায়ার তুলির টানে পাহাড় শ্রেণীর চিত্র গুলো মেঘ বৃষ্টির গানে গানে। পাহাড় বাওয়া মানুষ গুলো ভোর সকালে বেড়িয়ে পরে সারা দিনের কাজের শেষে বিকেল বেলা ফেরে ঘরে। মেঘ বৃষ্টি তুচ্ছ অতি থামে না তার কাজের গতি সারা বছর জুড়ে চলে শ্রম ঘামে ফসল ফলে। অতি সরল তাদের জীবন প্রকৃতিকে করে আপন অল্পে খুশি – জীবন সচল সাথে নিয়ে মেঘ বায়ু জল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।