আমি তোমাকেই বলে দেবো, সেই ভুলে ভরা গল্প ......... সঞ্জিব দা কে খুব মিস করি। গত রাত্রে আম্মার পাশে ঘুমিয়েছিলাম।
উনার শরীর খারাপ,ঘুম আসছিল না, বলছিলেন যে উনার কেমন জানি অশান্তি লাগছে।
আমি তখন ভাবছি- এখন আমার কি করা উচিত,যদিও জানতাম কিছুই করার নেই,এরকম প্রায়ই হয়।
আমি উনার মাথায় হাত দিয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম যেন আল্লাহ উনার অস্থিরতাটা কমিয়ে দেন, আর ঘুমিয়ে পরার চেষ্টা করলাম।
আমি ঘুমানোর চেষ্টা করছি আর আমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ঘুরছে, হটাত খেয়াল করলাম আমি এতোক্ষন ধরে একটা মানুষের কথাই চিন্তা করছি,একটা মেয়ে,যাকে হয়ত খুব ভালোবাসি আমি।
তখন নিজেকে খুব নিচু স্থরের একটা প্রানি মনে হলো।
আমি যতবারই নিজের কাছে যুক্তি খুজতে চাই যে, কেন আমি ঐ মেয়েটাকে ভালোবাসি,
প্রায় প্রত্যেকবারই একটাই উত্তর আসে- ও আমাকে খুব ভালোবাসে তাই……
আজ নিজের কাছে প্রশ্ন করছি…… মেয়েটা কি মায়ের চেয়েও বেশি ভালবাসে আমাকে?
উত্তর টা খুব সহজ……………না।
অবশ্যই না।
সে তো কোনদিন বলেও নি যে সে আমাকে ভালোবাসে।
তাহলে আমি কেন আমার মায়ের জন্য এতো ভালবাসা প্রকাশ করতে পারি না।
সারাদিনই প্রেমিকাকে নিয়ে ভাবনায় থাকি,মা কে নিয়ে কেন টানা এক ঘন্টাও নয়।
এসএমএস এ ফোনে কিনবা মনে মনে ঐ মেয়েটাকে বার বার বলতে ইচ্ছে করে ভালোবাসি তোকে, কেন প্রতিদিন একবারও মা কে মন থেকে বলি না……………আম্মা তোমাকে অনেক ভালোবাসি,অনেক।
আমি ভাবছি,এই যায়গায় যদি আমার পাশে আমার প্রেমিকাটা এরকম অসুস্থ অবস্থায় থাকতো তাহলে কি করতাম।
খুব অবাক লাগছে নিজের উপর, এই প্রশ্নের উত্তর পেয়ে।
হয়ত পুরো রাত কিনবা ওর ঘুম আসার আগ পর্যন্ত ওর পাসে বসে বসে কাটিয়ে দিতাম…………আর এখন আমি ঘুমানোর চেষ্টা করছি।
আজব ধরনের প্রানি আমি!
আমি যখন নিজের প্রশ্নের মধ্যে ডুবে আছি ঠিক তখন আম্মা প্রশ্ন করলেন…………
আমি মরে গেলে তুই কি খুব কষ্ট পাবি?
আম্মা আমার উত্তরের অপেক্ষা করলেন না, আবার বলতে লাগলেন…………
আমার না মরতে ইচ্ছে করে না, ইচ্ছে হয় তোর দিকে তাকিয়ে তাকিয়ে বেচে থাকি,আমার তোর জন্য বেচে থাকতে ইচ্ছে হয়,তোদের জন্য। আমার অন্ধকার কবরে যেতে খুব ভয় হয়,তোদের না দেখে অখানে কিভাবে থাকবো(উনি কাদছেন)।
আমার এখন বলার মতো কিছুই নেই ……… তবুও বললাম ‘ঘুমাও তো’।
এই বিশাল পৃথিবীতে কে আর আমাকে এরচে বেশি ভালোবাসতে পারবে…………কেউ না,সম্ভব না।
অথচ আমি ……………………
আমার চিতকার করে বলতে ইচ্ছে করছে……………আমি আমার মা কে সবচে বেশি ভালবাসি, আমার মা কে, আর কাউকে নয়……………আম্মা তোমাকে বড্ড ভালোবাসি।
কিন্তু আমার মন যে বার বার আমাকে বলছে ‘তুই মিত্থুক,মিত্থা বলছিস,তুই ওই মেয়েটাকেই বেশি ভালোবাসিস,ওকে নিয়েই সারাদিন ভাবিস’।
এখন আমি প্রেম করতে চাই না,মা ছারা আর কাউকে বেশি ভালোবাসতে চাই না,আমি ভুলে যেতে চাই ওই মেয়েটাকে……………
কিন্তু আমি পারছি না……………
মনকে জিজ্ঞেস করলাম, এর যুক্তি কি?
উত্তরঃ বয়সটাই এরকম।
তাহলে খুব তারাতারি এই বয়সটা কেটে যাক,এমন বয়স আসুক যখন এই ভেবে হাসবো যে আমি কখনো প্রেমে পরেছিলাম………………আর বেচে থাক মা এর জন্য ভালোবাসা, সবার উপরে।
নিজেকে কি বুঝাবো বুঝতে পারছি না…………
কেউ আমকে ভুল বুঝবেন না প্লিজ............আসলে আমি মা এর সাথে কাউকে তুলনা করছি না।
মা কে নিয়ে যতো ব্লগ - ব্লগার মাইনাচ এর ব্লগ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।