আমার অনুভব লেখনীতে নয়, রঙ এর ক্যানভাস এ আঁকা তারপর ও লিখতে চাই বাসার গেইটেই ঢুকতেই ঘুঁটঘুটে অন্ধকার।রিকশাওয়ালা তার টুংটাং শব্দের গতি হঠাৎ বাড়িয়ে দিল যাতে পথচারী শব্দেই ভড়কে যায়...নিশ্চুপ অন্ধকার কে জয় করার মানবিক প্র্র্রচেষ্টা টুংটাং শব্দ মিলিয়ে যেতে না য়েতেই মোহিনী সৌরভ নাকে লাগল। হঠাৎ মনে হলো নিঝুম মাঠের মাঝে সৌরভের বৃষ্টিতে এসে পডেছি।আকাশের সমস্ত তারা আমার মর্তে আমার বাগানে।আজ আমাদের বাগানে হাসনাহেনারা হেসেছে।এক কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়েছি যখণ,মুগ্ধতায় আমার পৃথিবী হাসছে ।আজ থেকে আমার ঘরে সৌরভের বন্যা........ আজ থেকে আমার বিভোর সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।