আমাদের কথা খুঁজে নিন

   

সেদিন হাসনা হেনার গন্ধমাখা সন্ধ্যা নেমেছিল



১১৫) সেদিন হাসনা হেনার গন্ধমাখা সন্ধ্যা নেমেছিল বসন্ত বনে এসেছিলো সে একদিন। বুকের হাহাকার যত উথাল পাথাল উৎসবের মত মৌনতার পথ ধরে চলে গিয়েছিলো। বিশটা বসন্ত গেলো এভাবেই। নীল নীল ছায়াময় আকাশ দেখে দেখে। জানালার পাশে বসে থাকা উদাস দুপুর।

কে কখন বলেছিলো তাকে অপেক্ষায় থেকো! মধুমাস চলে যায়। কোকিলের কুহু ডাকে ক্লান্তিরা এসে পড়ে। ফুলেদের সুগন্ধ মাখানো সুরভিত সন্ধ্যা নামে। মেয়েটার অপেক্ষায় হাসনা হেনার গন্ধ মিশে থাকে। কেনো অপেক্ষার এত বিড়ম্বিত সুখ! কেনো মানুষ চলে যায় শুধু কথা দিয়ে দিয়ে! মানুষের ভুলে যাওয়াটুকু মেয়েটার বুকে আনে দুখের কাঁদন।

মেয়েটার মন ভালো নেই। সে চলে গিয়েছিলো যেদিন সেদিন পৃথিবীতে হাসনা হেনার গন্ধমাখা সন্ধ্যা নেমেছিলো। ঠিক আজকের মত। তাহলে আজ সন্ধ্যায় সে কি ফিরে আসছে আজ? হাসনাহেনার গন্ধ মাখানো পথে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.