আমি সকলকেই গালাগালি করি, টোকন ঠাকুর সহ, সফল অসফল, সকলরকম কবিকেই, প্বথিবীতে তাহাদের জন্মের পর। সকল কবিদের মৃত্যুর পরে, যে সব ছায়া নিয়ে জেগে আছে পৃথিবী, সব কবিতারা বুঝি জেগে আছে, এখনও, সেই ছায়ামাখা ঘুমের ভিতর, যেমন সবুজ গালিচায় জেগে থাকে যেমন সব হলুদ ঘাষেদের শব, তেমনি তুমি নিশ্চিত জেনো আমি জেগে আছি, পৃথিবীর মৃত্যুর পরেও একবার, আরো একবার এই স্বপ্ন দেখবার জন্য , যে সকল মৃত শরীরের হিমে আমি জেগে আছি। জেগে আছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।