আমাদের কথা খুঁজে নিন

   

তোমাদের সকলকেই আমার খুব দেখতে ইচ্ছে করে

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ভাইয়া, আমি রোজ তোমার কন্ঠস্বর শুনি, কখনও দেখেনি সামনে । কি জান দিনকে দিন শ্রদ্ধা বাড়ে তোমার প্রতি, তুমি এমনি। তোমার স্থিরতা, তোমার বুদ্ধিমত্তার উত্তর সবই সত্য আর তোমার উপস্থিত উত্তরখানিও ধ্রুব সত্য। আমি চাইতাম ও সঠিক দিশায় চলুক ও তার পাশাপাশি তুমি ওকে অনেকখানি সত্যের পথে নিয়ে এসেছ , তুমি অসাধারন বন্ধু ওর, ওর জীবনের শ্রেষ্ঠ বন্ধু তুমিহীনা শুধু আমার চিঠি ওকে ঠিক করতে পারত না । ও এখন অনেক পরিনত আর ভালমন্দ বুঝতে শিখেছে।

ভাইয়া, জান দিনকে দিন শ্রদ্ধা বাড়ে তোমার প্রতি, তুমি এমনি। বোনটার প্রতি অশেষ শ্রদ্ধা আর ভালবাসা আমাকে অবাক করায় জীবনে কবে আমার ভাইয়াটার সাথে দেখার সুযোগ হবে অপেক্ষায় আছি ভাইয়া, সুযোগ আসুক আর না আসুক আমি তোমাকে দেখতে চাই। কৃতজ্ঞচিত্তে তোমার আমার অশেষ ধন্যবাদ জানাতে চাই শুধু তুমি না ভাইয়া আর ভাইয়া আপু যাদের আমি শুধু গলা শুনেছি আমাকে তোমরা অনেক বেশী ভালবেসেছ আর আদরের পরশখানি দিয়েছ আমি তোমাদের সকলকেই অশেষ শ্রদ্ধা, ভালবাসা আর অনুরাগ জানিয়ে যেতে চাই। তোমাদের সকলকেই আমার খুব দেখতে ইচ্ছে করে তোমাদের অনেক গিফট দিতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছে করে তোমাদের জন্য ভাল মন্দ নিজের হাতে রেধে খাওয়াইতে ইচ্ছে করে। তোমাদের ভালবাসা আর অনুরাগ সারাজীবন এভাবেই নিয়ে বইতে ইচ্ছে করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.