আমাদের কথা খুঁজে নিন

   

""ট্রাফিক জ্যাম"" - অভিশাপ নয় , আশির্বাদ ।

আমি এক কাপুরুষ দেশপ্রেমিক...........যে চায় দেশটা বদলে যাক নাগরিক জীবনে সব চেয়ে নিয়মিত ১ টা ব্যাপার হচ্ছে ""ট্রাফিক জ্যাম"" আমারা অধিকাংশ লোক ই মনে করি যে "ট্রাফিক জ্যাম" আমাদের জন্য আভিশাপ । কিন্তু ""ট্রাফিক জ্যাম" আমাদের আনেক উপকার ও করে যা অস্বীকার করার উপায় নেই........................। প্রথমত, ""ট্রাফিক জ্যাম" এর কারনে ই আমদের যাদের গাড়ি নেই তারা বাস এ উঠার সুযোগ পাই , যা সময়মত আমাদের গন্তব্যে পৌছাতে সহযোগিতা করে । দ্বিতীয়ত , ""ট্রাফিক জ্যাম" এর কারনে আমরা বাস এ বসে পেপার পড়ার সুযোগ পাই , যা আমাদের দেশ ও পৃথিবীকে জানতে সহযোগীতা করে । তৃতীয়ত, ""ট্রাফিক জ্যাম" এর কারনে আমরা সময়টাকে কাজে লাগানোর জন্য মোবাইলের মাধ্যমে আমাদের পরিচিতজনের সাথে কথা বলি যা আমাদের সামাজিক হতে সহযোগিতা করে । চতুর্থত , ""ট্রাফিক জ্যাম" এর কারনে আমরা রাস্তার চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারি । পঞ্চমত , "ট্রাফিক জ্যাম" এর কারনে ই আমরা এফ এম রেডি ও শুনি , যা অনেক গুলো মানুষের কর্মসংস্হান করেছে , "ট্রাফিক জ্যাম" না থাকলে আর জে দের ভিন্ন পেশা খুজতে হত । ষষ্ঠত , ""ট্রাফিক জ্যাম" এর কারনে আমরা বাস এ বসে ফেসবুক এবং অন্যান্য সামাজিক নেটওয়ার্কে যুক্ত হই , যা আমাদের সামাজিকতা রক্ষা করতে সহযোগীতা করে । এ ছাড়া ও ""ট্রাফিক জ্যাম"" আমাদের আর ও অনেক অনেক অনেক .............. উপকার করে যা লিখে শেষ করা সম্ভব নয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।