কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..
পবিত্র ঈদুল আযহা বা কুরবানীর ঈদ উপলক্ষ্যে প্রতিবারের মত এবারও ঢাকার বিভিন্ন স্থানে গরুর বিশাল জমায়েত লক্ষ্য করা গেছে। ঢাকার রাজপথেও এর প্রভাব লক্ষ্যনীয়। ঢাকার রাজপথ গুলোয় চার চাকার গাড়ির পাশাপাশি চার ঠ্যাংওলা গরুর চলাচল বেড়েছে। সেসব গরুর প্রতিটির দড়িতে হাফডজন করে যাত্রীও চলাচল করছে। তবে অত্যন্ত দু:খের ব্যপার হলো, এই গরুগুলো কিছুতেই শহরের কড়া ট্রাফিক আইনকে মানতে চাইছে না।
তারা রাস্তায় চলাচলের সময় যততত্র দাড়িয়ে যাচ্ছে, বারবার লেন পরিবর্তন করছে, মাঝে মাঝে জোরপূর্বক ফুটপাতে উঠে পড়ছে। এদের গতিবেগও বারবার পরিবর্তিত হতে দেখা গেছে। রাস্তা পারাপারের সময় লাল-সবুজ বাতি উপেক্ষা করেই রাস্তা পার হতে দেখা গেছে এসকল নিরীহ প্রানীকে। এতে বিভিন্ন মাত্রার যানজট সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন পয়েন্টে। তাছাড়াও হঠাৎ করে এসকল প্রানী নারী-পুরুষের পেছনে অবতীর্ন হয়ে সাধারন মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলছে।
রাস্তাঘাটে সারাক্ষনই মানুষের বিশেষ করে নারীদের সন্ত্রস্ত চিৎকার শোনা যাচ্ছে। এ ধরনের অবস্থা হতে উত্তরনের জন্য সরকারের উচিত আগামী ঈদুল আযহাকে সামনে রেখে আশু ব্যবস্থা গ্রহন করা। এ ব্যপারে সরকারকে উৎসাহিত করার জন্যে সকল দেশবাসী ব্লগার মহলের দিকে চেয়ে আছে। ভবিষ্যতে এ সমস্য সমাধানে তথা ভদ্র প্রানী গরুর ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে করনীয় সম্বন্ধে ব্লগারদের পরামর্শ আশা করা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।