আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাফিক জ্যাম

ট্রাফিক জ্যাম রাজপথে চুপচাপ বসে থাকা ঘড়ির কাটা চলছে সূর্যটাও ঘুরছে আর আমি মহাসম্রাট সিংহাসনে বসে গুণছি কত মানুষ ঢাকায় দুই কোটি হবে বেশিরভাগই তারা রাস্তায় থেকে থেকে গাড়ীর হর্ন ঘন কালো ধোয়া লালবাতি সবুজবাতি ট্রাফিক সিগনাল ঘেমে উঠা সুন্দরী রমনী প্রেমিকের দীর্ঘশ্বাস প্রেম বুঝি যায় চলে প্রেমিকা তারে একটু দেরী হলে চিরবিদায় বলে যাবেই বুঝি চলে ব্যবসায়ী নামদার ট্রাফিক জ্যামে পরে বুকে তার হাহাকার ছাত্ররা সব হাতে নিয়ে বই ট্রাফিক জ্যামে রাস্তায় ব্যস্ত সদাই লেখাপড়ায় আর গোলটেবিলবৈঠকে পরীক্ষাপ্রস্তুতিতে। আর আমার কোন চিন্তা নাই চাকরি করি সরকারি অফিসে নিত্য দেরি বস বেচারা মারে ঝাড়ি আমি দাড়িয়ে সবই সহ্য করি আহা কি যে মধুর বসের সেই ঝাড়ি ট্রাফিক জামে তাই যখন আটকা পরি সুখে করি গড়াগড়ি আমি এই রাজধানীর রাজা ট্রাফিক জামে তাই একটু মধুর সাজা।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।