আমি সেই ধরণের মানুষ, যে বিশ্বাস করে আমরা সবাই অমৃতের সন্তান আমি বর্তমানে উইনডোজ এক্সপি / সার্ভিস প্যাক ২ ব্যবহার করছি। বলাই বাহুল্য বাজার চলতি পাইরেটেড ভারসান। কয়েক দিন আগে এক মহা ঝামেলা, হঠাৎ মাঝ রাতে কাজ করতে গিয়ে দেখি এক কি এক .dll ফাইল মিসিং হয়েছে। তাই তার আমার কম্পিউটার শুরুই করে না। এখন মাথা হাত দিয়ে, মোবাইল কানে দিয়ে মাঝ রাতে যে ভালো মানুষ জেগে থাকেন তাঁদের কয়েকজনকে জ্বালাতন করা শুরু করলাম।
তাঁদের মধ্যে প্রায় সবাই নতুন সেট আপ দিতে বলল। কিন্তু ডেক্সটপে রাখা সব ফাইল (আমার মতো বোকারা যা করে আর কি) উড়ে যাবে বলে দিতে চাইছিলাম না। শেষে একজন কিন্তু কিন্তু করে বলল, সেট আপ দিয়ে ফরম্যাট না করে রিপেয়ার করার জন্য। কিন্তু কাজ হবে কি না জানে না। তবে অনেক রাত পর্যন্ত জেগে থেকে তাঁর সাধ্য মত ইনস্ট্রাকশন দিয়ে সাহায্য করলো।
অনেক কষ্টে তাই করে আপাতত রেহাই। কিন্তু কতদিন এভাবে আমার মতো গরিবের চলে বলুন। তাই সত্যি কারের টেকি জিনিয়াসদের কাছ থেকে উইনডোজ এক্সপি জেনুইন করার জন্য সাহায্য চাই। বলতে ভুলে গেছি, এই ব্লগ সহ অণ্যান্য বাংলা ব্লগে এই বিষয়ে যা যা লেখা পড়েছি। (আড়ালে বলি হাতও পুড়িয়েছি।
) কিন্তু হয় কাজ হয় নি। নয়তো লিকগুলি ইনভ্যালি্ড বা মিসিং। যাও দুই একটা পেয়েছি। কাজ হয় নি।
তাই সত্যিকারের কার্যকরী একটি সাহায্য চাইছি।
সবাইকে অনেক শুভেচ্ছা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।