আমাদের কথা খুঁজে নিন

   

উইনডোজ ভিস্তা ও ৭ -এ ইনেবল করুন 'গড মোড'

oracle.samu@googlemail.com

খবর: মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭-এ গোপন একটি ফিচার জুড়ে দিয়েছে যেটি চালু করলে ওই পিসির অপারেটিং সিস্টেমের সব অপশন পাওয়া যাবে একটি ফোল্ডারেই। খবরটি জানিয়েছে সংবাদসংস্থা সি-নেট। গডমোড পেতে হলে প্রথমে উইন্ডোজ ৭-এ একটি নতুন ফোল্ডার তৈরি করতে হবে। তারপর সেই ফোল্ডারটি রিনেইম করতে হবে GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} নামে। এরপর ফোল্ডারের আইকন পরিবর্তন হয়ে একটি কন্ট্রোল প্যানেল তৈরি হবে যেখানে অনেক অপশন থাকবে। ব্যবহারকারি এই একটি ফোল্ডার থেকেই মাউস পয়েন্টার এর লুক পরিবর্তন থেকে শুরু করে নতুন হার্ড ড্রইভের পার্টিশন তৈরিসহ সব কিছু করতে পারবেন। সি-নেট জানায়, এই পদ্ধতিটি উইন্ডোজ ভিসতাতেও কাজ করবে।এ অপশনে সব ধরনের কন্ট্রোল পাওয়া যায় বলেই একে গডমোড বলা হচ্ছে। মতামত: আমি উই-৭ এ করেছি। বেশ সুবিধাজনক, সব কিছু এক সাথে একই ফোল্ডারে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.