পারিবনা পারিবরা এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার। আমি কিছুই পারিনা চেষ্টায় আছি কিছু পারার কিছু করার যদি খোদা থাকে সাথে। কেউ ফেবুতে ক্যাচাল করতে চাইলে fb.com/kalochita আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন।
আজ কিন্তু আমি মস্ত বড় উইনডোজ ৮ নিয়ে হাজির হইনি ।
হাজির হয়েছি কি ভাবে উইনডোজ ৭ কে ৮ এ আপগ্রেট করবেন।
অনেকই উইনডোজ ৮ ডাউনলোড করে ফেলেছি যদিও ফাইনাল ভার্ষন রিলিজ হইনি হতে কিছু দিন বাকি কিন্তু অনেকের সীমিত ইন্টারনেট।
যার কারনো ডাউনলোড করতে পারিনা । যেতে হই বাজারে সিডির দোকানে উইনডোজ ৮ কিন্তে । কিন্তু সিডির দোকানে গিয়ে উইনডোজ ৮ আনা মানে নিজে খাল কেটে কুমির আনা ।
কারন এত ভাইরাস থাকে যে ২ দিন পরপরেই সেটাপ । এইপ্রবলে ওই প্রবলেম যদিও বাজারের সিডি গুলোতে অনেক বাগ তার পাশাপাশি নজর কারা কাষ্টম ডিজাইন করা থাকে কাষ্টম আইকন । আবার আপগ্রেট করতে টাকা পয়সার একটা ব্যাপার আছে । যাই হোক আমার কথা হলো কি ভাবে অল্প ব্যান্ডউইথে জেনুইন ভাবে মাইক্রোসফ্ট কে ফাকি দিয়ে আপগ্রেড করানো এই জন্য আমারা ব্যাবহার করবো ছোট্ট একটি টুল যার নাম উইনডোজ ৮ আপগ্রেটার । সাইজ মাত্র ৭৫ কেপিবিএস।
তাই যাদের দরকার ডাউনলোড করে ফেলি।
ডাউনলোড ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।