আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট বাংলাদেশের ২ টাকা!

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর নোট কোনটা এটা জিজ্ঞেস করলে অনেকে হয়ত অনেক কথা বলবেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে অবহেলিত নোট কোনটা তাহলে সবাই তাৎক্ষনিক জবাব দেবেন, ২ টাকার নোট! ছিড়া, ফাটা, টেপ লাগানো, লেখা, রং করা, ভেজা, ময়লা কি নেই এতে! সেই নোট কিনা নির্বাচিত হল পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট হিসেবে! ভাবুন তো একেবারে ঝা চক চকে ২ টাকার নোট আসলেই সুন্দর লাগে কিনা! একপাশে শহীদ মিনার, অন্যপাশে গাছের ডালে বসে থাকা দোয়েল। দুই টাকার নোটের কথা বলছি। পৃথিবীর সবেচেয়ে সুন্দর নোট হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ২ টাকার নোট । দ্বিতীয় স্থানে আছে সাও টোমের (São Tomé and Príncipe) ৫০ হাজার মূল্যমানের ডোবরা নোট। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে বাহামার ১ ডলারের নোট এবং বাহরাইনের ৫ দিনারের নোট। জরিপটি পরিচালনা করেছে রাশিয়ার একটি অনলাইন বিনোদন কেন্দ্র। তালিকায় পঞ্চম স্থানে আছে জর্জিয়ার ১০ লরি নোট, ষষ্ঠ স্থানে ১০ হংকং ডলার, সপ্তম স্থানে ১০ কুক আইল্যান্ড ডলার, অষ্টম স্থানে ৫০ ইসরাইলি শেকেল, নবম স্থানে ২০ হাজার আইল্যান্ড ক্রোনা নোট এবং ও দশম স্থানে আছে ৫০ ফেরো আইল্যান্ড ক্রোনার্স নোট। তথ্যসূত্র  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.