ধুর আগামী জানুয়ারী ১৬, ২০১২ পর্যন্ত চলবে!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
এই অফারটি সব থেকে কাজে দিবে যারা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য। কিন্তু ঢাকার ভিতরে যারা থাকেন, তারারও এই অফারটি নিতে পারবেন।
অফারটি .bd ডোমেইন রেজিষ্ট্রেশনের উপরে। স্বাভাবিক ভাবে আমি .bd ডোমেইন রেজিষ্ট্রেশনের জন্য নেই ২,৫০০ টাকা এবং সাথে ফ্রিতে থাকে ১০০ মেগাবাইটের একটি হোস্টিং। এখন এই .bd ডোমেইন রেজিষ্ট্রেশন করতে নিব শুধু মাত্র ২,০০০ টাকা, আর ফ্রি হোস্টিং তো থাকবেই।
তবে যদি এক সাথে দুটি বা তার বেশি .bd ডোমেইন রেজিষ্ট্রেশন করেন তবে নিব মাত্র ১,৮০০ টাকা করে।
সুতরাং, এখনই অর্ডার করুন। মেইল করুন তে।
========================================
যারা নিজেরাই .bd রেজিষ্ট্রেশন করে নিতে চান তারা এবার নিচের এই লেখা পড়ুন। আর যারা নিজের ডোমেইন হোস্টিং চান তারা নিচের দিকে পড়ুন, তাদের জন্যও লেখা আছে।
============
আপনি কি আপনার নিজের জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য .com.bd, .net.bd,. .org.bd ইত্যাদি ডোমেইন রেজিষ্ট্রেশন করতে চান? তাহলে জেনে নিন কি ভাবে নিজেই করে নিতে পারেন এটি।
প্রথমে বলি এই .com.bd, .net.bd,. .org.bd ইত্যাদি এর বিষয়ে কিছু খুটিনাটি তথ্য। যা আপনার কাজে দিবে।
১. .com.bd, .net.bd,. .org.bd ইত্যাদি ডোমেইন নেম রেজিষ্ট্রেশন একমাত্র বিটিসিএল করে থাকে। অবশ্য এ বিষয়ে অন্য কেউ হয়ত আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু মূল কাজ বিটিসিএল'ই করবে।
অন্য কেউ নয়।
২. .com.bd, .net.bd,. .org.bd ইত্যাদি ডোমেইন নেম রেজিষ্ট্রেশন করলেই দেওয়া হয় ২বছরের জন্য, এবং এর পর থেকে প্রতি বছর আপনাকে রিনিউ করে নিতে হবে।
৩. এই .com.bd, .net.bd,. .org.bd ইত্যাদি ডোমেইন নেমের ক্ষেত্রে কোন ডোমেইন কন্ট্রোল প্যানেল বিটিসিএল দেয় না।
৪. .com.bd, .net.bd,. .org.bd ইত্যাদি ডোমেইনের ক্ষেত্রে আপনাকে হোস্টিং কম্পানির সাথে আগে থেকেই কথা বলে রাখতে হবে, কারণ ফরম পুরণের সময় আপনাকে ঐ কম্পানির নেমসার্ভার দিতে হবে, না হলে পরবর্তিতে পাল্টানোর জন্য দরখাস্ত করতে হবে। যা কমপক্ষে ২ ওয়ার্কিং ডে নিবে।
৫. পরবর্তি কাজের সুবিধার জন্য আপনাকে অবশ্যই আপনার ডিমান্ড নেট সংরক্ষণ করতে হবে। না হলে একটু সমস্যা হতে পারে। কারণ বিটিসিএল থেকে দেওয়া এটাই আপনার একমাত্র ডকুমেন্ট। ডোমেইন নিজে রেজিষ্ট্রেশন না করিয়ে যদি অন্য কাউকে দিয়ে করিয়ে নেন, তবে অবশ্যই আপনার ডিমান্ড লেটার আপনি সংগ্রহ করে নিবেন।
৬. ফর্ম জমা, ডিমান্ডনোট নেয়া, টাকা জমা দেয়া, ডিমান্ডনোটের কপি জমা দেয়া শুধুমাত্র কারও উপস্থিতিতেই হতে পারে, চিঠি বা মেইলের মাধ্যমে সম্ভব নয়।
আপনি যদি ঢাকার বাইরের হন, তবে আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে।
৭. অনেকেই এগ্রিমেন্ট কপি না পড়েই সাইন করেন। এটা মোটেও উচিত না। দয়া করে হলেও একবার পড়বেন, মাত্র ৪ পৃষ্ঠা।
৮. ডোমেইনের নাম অবশ্যই এমন হতে পারবে না যা কিনা সরাসরি কোন প্রোডাক্ট, খেলা, পেশা ইত্যাদির নাম হয়।
যেমনঃ ডাক্তার, রাইচ, স্কুল ইত্যাদি। এবিষয়ে আরও পড়ুনঃ http://whois.btcl.net.bd/faq_dotbd.php
৯. ডোমেইন শুধু মাত্র .bd হতে পারবে না। .com.bd, .net.bd, .org.bd ইত্যাদি এমন হবে।
এবার আসুন কি করে আপনি পেতে পারেন আপনার কাঙ্খিত .com.bd, .net.bd,. .org.bd ইত্যাদি ডোমেইন।
এর জন্য প্রথমে আপানাকে জেনে নিতে হবে যে আপনার কাঙ্খিত ডোমেইনটি ফাকাঁ আছে কিনা।
অর্থাৎ আপনার আগেই কেউ কিনে রেখেছে কিনা। সেটা জানতে এখানে ক্লিক করুন। http://whois.btcl.net.bd:8080/dotbd/index.jsp
যদি আপনার কাঙ্খিত ডোমেইনটি ফাকাঁ থেকে থাকে, তাহলে আপনাকে বিটিসিএল এর এই ফর্মটি ডাউনলোড করতে হবে। Click This Link
এবং সাথে সাথে এই এগ্রিমেন্ট ফর্মটিও ডাউনলোড করতে হবে। Click This Link
এবার ডোমেইন রেজিষ্ট্রেশন ফর্ম এবং এগ্রিমেন্ট ফর্ম সতর্কতার সাথে পুরোন করুন।
এবার এই কাগজ আপনাকে ঢাকার মগবাজারস্থ টেলিফোন ভবনে নিয়ে যেতে হবে। এটি অন্য কোন অফিসে গেলে হবে না। এখানে রিসিপশনে বললেই হবে, তারা আপনাকে কোথায় যাতে হবে তা বলে দিবে।
এবার সব কাগজ জমা দিলে পরবর্তি ১/২/৩ দিনের মধ্যে আপনাকে আবার ঐ একই অফিস থেকে একই কর্মকর্তার কাছ থেকে ২কপি ডিমান্ড নোট নিতে হবে, এবং সেটি নির্দষ্ট ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকের ঠিকানা ডিমান্ড নোটেই দেওয়া থাকবে।
টাকা জমা দিয়ে ডিমান্ড নোটের এক কপি ঐ কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
ব্যাস এবার কাজ শেষ। ডিমান্ড নোট দেবার পর ১/২/৩ দিনের মধ্যে আপনার ডোমেইন এক্টিভ হবার কথা। না হলে ঐ অফিসে গিয়ে খোজঁ নিয়ে আসুন।
খরচঃ
১. প্রথমবার রেজিষ্ট্রেশন করাতে ২বছরের জন্য ১,৫০০ টাকা পড়বে।
(প্রতি বছর নয়, একসাথে দুবছরের জন্যই)।
২. রিনিউ করাতে প্রতি বছর পড়বে ৫০০ টাকা। (তৃতীয় বছর থেকে। )
সর্তকতাঃ ফর্মে ভূল থাকলে তা ঐ ভাবেই লিপিবদ্ধ হবে, এবং ঠিক করতে হলে দরখাস্ত করে নিতে হবে।
===========================================
এবার আমার কিছু কথা বলি।
উপরের পদ্ধতিতে যে কেউই নিজের .com.bd, .net.bd,. .org.bd ইত্যাদি রেজিষ্ট্রেশন করিয়ে নিতে পারবে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের হাতে সময়ের অভাব (কাজ গুলি যেহেতু গভ. ওয়ার্কিং ডেতেই করাতে হয়) এ করা সম্ভব হয় না। আবার এমনও হয় যে ঢাকার বাইরে বা দেশের বাইরে থাকেন, যার কারণে নিজে এসে রেজিষ্ট্রেশন করা সম্ভব হয় না। আমি নিজে সে ক্ষেত্রে সার্ভিস দিয়ে থাকি। অর্থাৎ ডোমেইন রেজিষ্ট্রেশনের সম্পূর্ণ কাজ আমি নিজ দ্বায়িত্বে বিটিসিএল থেকে করিয়ে থাকি।
এক্ষত্রে প্রথম দু’বছরের জন্য আমি ২৫০০ টাকা নেই (ডোমেইন রেজিষ্ট্রেশন করালে সাথে ১০০মেগাবাইটের একটি হোস্টিং ফ্রিতে দেওয়া হয়, তাও পূর্ণাঙ্গ কন্ট্রোল সহ)। আর রিনিউ করাতে ৮০০টাকা করে নেই। বাড়তি টাকা সার্ভিস চার্জ হিসাবে নেওয়া হয়।
দেশের মধ্যে হলে কুরিয়ারের মাধ্যমেই কাগজ-পত্র আদানপ্রদান করা হবে। ঢাকার মধ্যে হলে সরাসরি অফিসে যেয়ে অর্ডার নিয়ে আসতে পারব।
আর যারা দেশের বাইরে থাকেন তারাও আমার মাধ্যমে এটি করিয়ে নিতে পারেন, সে ক্ষেত্রে কোন বাড়তি চার্জ লাগবে না।
তবে আমি রিকমান্ড করব নিজের ডোমেইন নিজেই রেজিষ্ট্রশন করান। আর একান্ত সম্ভব না হলে তখনই থার্ড পার্টি কাউকে দিয়ে কাজ করাতে পারেন। তবে অবশ্যই আপনার ডোমেইনের ডিমান্ড লেটার তার কাছ থেকে নিয়ে নিবেন।
আর আমার কাছ থেকে সার্ভিস নেবার আগে আপনি ইচ্ছা করলে আমার হোস্টিং ফ্রিতে একমাস ব্যবহার করে দেখতে পারেন।
আমার হোষ্টিং এ ৬০ দিনের মানিব্যাক গ্যারান্টি দিয়ে থাকি।
আপনার যদি এ বিষয়ে আর কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে লিখুন বা বা ফোন করুন ০১৯১৪৪৭৫৫৩৪ বা ০১৮১৮০৭৭৯২২ তে। আপনি আমার কাছ থেকে সার্ভিস নিন বা না নিন, আপনি যেকোন সাহায্যের জন্য আমাকে ফোন বা মেইল করতে পারেন। আমি চেষ্টা করব সাহায্য করার।
পোষ্টের ভূল-ত্রুটি ক্ষমা করবেন।
আর দয়া করে এটাকে নিছক বিজ্ঞাপন মূলক পোষ্ট হিসাবে চালিয়ে দিবেন না। কারণ আমার মাধ্যমে না করিয়েও নিজে কিভাবে করা যায় তা আগেই বর্ণনা করেছি।
============ ডোমেইন হোস্টিং ===================
এই ইন্টারনেটের যুগে বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সব ধরণের প্রতিষ্ঠানেরই ওয়েব সাইট থাকে। বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েব সাইট তৈরি করেছে, বা করছে। শুধু প্রতিষ্ঠান নয়, এখন বেক্তি পর্যায়েও অনেকেই ওয়েব সাইট করছেন।
কেউ কেউ আবার অনলাইনে আয়ের মাধ্যম হিসাবেও নিজের ওয়েব সাইট বা নিজের ব্লগকে বেছে নিচ্ছেন।
তবে অনেকেই আছেন হোষ্টিং কেনার আগে নিশ্চিত থাকেন না যে সার্ভিসের মান কেমন হবে। আপটাইম কেমন হবে, সার্ভার স্পিড কেমন হবে ইত্যাদি।
তাদের জন্য আমার এই বিশেষ কার্যক্রম। আমার কাছ থেকে হোষ্টিং নেবার আগে ফ্রিতে ১মাস ১০০মেগাবাইটের একটি হোস্টিং নিয়ে দেখুন।
পেইড হোস্টিং এর সব রকম সুযোগ সুবিধা পাবেন। ১মাস পরে ইচ্ছা করলে পেইড হোষ্টিং এ যেতে পারেন, তবে কোন বাধ্যবাধকতা নাই।
ফ্রি ট্রায়ালটির সাথে মেইল ব্যবহারের সুবিধাও থাকছে, সুতরাং সম্পূর্ণ রূপে আমাদের সার্ভিস কেমন হবে তা বুঝতে পারবেন। এই ফ্রি ট্রায়ালে আপনি আমাদের অটো ইন্সটলার দিয়ে বিভিন্ন কনন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার (যেমনঃ জুমলা, ওয়ার্ডপ্রেস, পিএইচপিবিবি, জেনকার্ট ইত্যাদি) ফ্রিতে এবং ঝামেলা ছাড়াই এক ক্লিকে ইন্সটল করে নিতে পারবেন।
আপনার ফ্রি ট্রায়াল পেতে মেইল করুনঃ
এতে আপনার, নাম, প্রতিষ্ঠানের নাম (শুধু মাত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে) ইমেইল এড্রেস, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে।
আর শর্ত একটাই, কোন প্রকার অবৈধ কোন কিছু সাইটে রাখতে পারবেন না
আর প্রতিষ্ঠানের জন্য এই ১মাসের ট্রায়ালকে সর্বচ্চো ৩মাস পর্যন্ত বর্ধিত করা যাবে।
ফ্রি ট্রায়াল শেষে আপনি ইচ্ছা করলে আপনার ডাটা ব্যাকআপ করে নিতে পারবেন, এতে আমাদের কোন বাধা থাকবে না। আর এর সাথে যেহেতু্ পার্কড, এডঅন এবং সাব ডোমেইন ব্যবহারের সুযোগ থাকছে, তাই আপনি ইচ্ছা করলেই আপনার ডোমেইনটি আমাদের হোষ্টিং এ কানেক্ট করে দেখতে পারেন।
আমাদের বিভিন্ন প্যাকেজ দেখতে এখানে ক্লিক করুন ।
এই অফারটি ১টি ডোমেইন এবং হোস্টিং এর সাথে।
অর্থাৎ আপনি ডোমেইন এবং হোস্টিং নিলেই এই অফার কার্যকর হবে। আর হোস্টিং এর ক্ষেত্রে আমাদের থাকছে ২মাসের (৬০ দিনের) ১০০% মানিব্যাক গ্যারান্টি।
আর আমরা প্রতিটি ডোমেইনের সাথে ডোমেইন কন্ট্রোল প্যানেল দিয়ে দেই, তাও ফ্রিতে। মনে রাখবেন যে ডোমেইন কন্ট্রোল প্যানেল এবং হোষ্টিং কন্ট্রোল প্যানেল কিন্তু আলাদা। অনেক প্রতিষ্ঠান হোস্টিং কন্ট্রোল প্যানেলকেই সব বলে চালিয়ে দেয়।
এ বিষয়ে বিস্তারিত পড়ুন এখানে ।
প্রতিটি প্যাকেজের সাথে ফ্রিতে থাকছেঃ
১. একটি .com বা .org বা .net ডোমেইন
২. ফ্রি ssl সার্টিফিকেট
৩. আলাদা ডোমেইন কন্ট্রোল প্যানেল এবং হোস্টিং কন্ট্রোল প্যানেল
৪. হোস্টিং এর জন্য ৬০ দিন মানি ব্যাক গ্যারান্টি
৫. ফ্রি সাইট বিল্ডার
৬. অনেক ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার (জুমলা, ওয়ার্ডপ্রেস ইত্যাদি)
৭. মানিবুকারস বা এলার্ট পে এর মাধ্যমে পেমেন্ট সুবিধা
৮. হোস্টিং সাইজের ঠিক ১০গুন ব্যান্ডওয়্যাইথ
৯. গুগুল মেইল (নিজের ডোমেইনের নামেই)
১০. গুগুল এনালিটিক্স ইন্সটল এবং হেল্প
১১. ২৪/৭ ফোন এবং মেইল সাপোর্ট
১২. ইচ্ছামত সাবডোমেইন তৈরির সুবিধা
১৩. আরও বেশ কিছু সুযোগ সুবিধা।
আশাকরি এই উদ্দোগটি আপনাদের ভাল লাগবে এবং কাজেও লাগবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।